|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।

সোমবার, ১৬ আগস্ট, ২০২১

ডেস্কটপে তো ওপেন আছেই, তাহলে ফোনে আবার কেন?

দাস ভঙ্গিতে ডেস্কটপে ফেসবুকের হোমপেজ স্ক্রল করছে রুমিন। হঠাৎ পাশে রাখা ফোনটা বেজে উঠতেই হাতে নিয়ে কথা বলা শুরু করলো। কিছুক্ষণ কথা বলা শেষে আবারও ফেসবুকের হোমপেজে নজর দিলো সে। ফেসবুক ঈদানিং এ্যাড -এর আখড়া। কোনটা যে ফ্রেন্ডদের পোষ্ট আর কোনটা যে স্পন্সর্ড পেজের পোষ্ট বোঝা যায়না। এসব ভাবতে ভাবতে স্ক্রলিং চালিয়ে যায় রুমিন।

আবারও ফোনটা হাতে নেয়, বিনা কারণে। লক খুলে ফেসবুক এ্যাপ ওপেন করে, বেখেয়ালেই।

খেয়াল হতেই অবাক হয়! ডেস্কটপে তো ফেসবুক ওপেন আছেই, তাহলে ফোনে আবার ওপেন করলো কেন?


___________________________
#আবোল_তাবোল_ভাবনা #ঈদানিং_যা_ঘটছে