|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।

সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

ব্রিটিশ সম্রাজ্যের প্রথম মুসলিম জাজ

তিহাসের প্রথম কোন মুসলিম হিজাবী মহিলা যুক্তরাজ্যের জাজ হয়েছেন।
রাফিয়া আরশাদ, ছবি: সংগৃহীত

তার নাম হলো রাফিয়া আরশাদ, যাকে নিয়ে মুসলিম বিশ্বের অনেক নেতাই পোস্ট করেছেন এবং সকল মুসলিম দেশ থেকে অভিনন্দন জানানো হয়েছে!

১৭ বছর আগে তাঁর এক চাকরির ইন্টারভিউ -এ যাওয়ার সময় তাঁর মা আশংকা করেছিলেন, হিজাব পরিধান করার কারণে তাঁকে সিলেকশন বোর্ড বাদ দিয়ে দিতে পারে।

রাফিয়া আরশাদ উত্তরে বলেছিলেন, 'এটা আমার জন্য ডিফাইনিং মোমেন্ট'। তিনি ঝুঁকি নিয়েছিলেন এবং হিজাব পরেই ইন্টারভিউতে অংশ নিয়েছিলেন।

রাফিয়া আরশাদ শুধু সেই স্কলারশিপটি পেয়েছিলেন এমন নয়, ১৭ বছরের আইন অভিজ্ঞতার পর তিনিই হয়েছেন ব্রিটিশ ইতিহাসের প্রথম মুসলিম হিজাবী মহিলা জজ

আপনার জন্য শুভ কামনা রাফিয়া আরশাদ।