|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।

বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

যে জীবন যাপন করছি!

৩২৭ ডলার
আজকের বাজার দর অনুযায়ী এ্যাপ্রোক্সিমেটলি ২৮,০০০/- টাকা। বছর শেষে নাকি এই পরিমান টাকা আয় বেড়েছে!!

ভাবছি এই টাকা দিয়ে কী কী করবো!
 
অনেকগুলো প্লান অবশ্য সাজিয়ে ফেলেছি! কিন্তু সেই প্ল্যান সাজাতে সাজাতে যাপিত জীবনের রেগুলার এক্সপেন্সগুলোর দিকে একটু নজর দিলাম।

১। বাৎসরিক বাজার খরচ প্রায় ৪.৫০ লাখ টাকার মত। গত এক বছরে প্রাইস হাইক যদি ৫% ধরি, তাহলে গত এক বছরে খরচ বেড়েছে এ্যারাউন্ড ২২,০০০/- টাকা।
২। জ্বালানী খরচের (নিজের বাইকসহ ফ্যামিলির রেগুলার যাতায়াত) একটা ধারণা আমার আছে। সেটা ৪০-৪৫ হাজার টাকার কাছাকাছি। নিউজে দেখলাম, জ্বালানী তেলের দাম লিটার প্রতি ১৫ টাকা করে বেড়েছে। এখানে খরচ বেড়েছে নিয়ারলি ৭.৫ হাজার টাকা।
৩। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ইন্টার্নেট বিল ইত্যাদি সহ সকল ক্ষেত্রেই এক্সপেন্স বেড়েছে প্রায় জ্যামিতিক হারে।
৪। … … … …।
৫। … …।

এক্সপেন্স থেকে চোখ ফিরিয়ে যেই আবার প্ল্যানগুলোর দিকে নজর দিলাম, সেগুলো কেমন ফিকে লাগলো!

ভাবছি, এই যে ৩২৭ ডলার আয় বাড়লো, তা মেটাবো কিভাবে???