|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।

বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

যে জীবন যাপন করছি!

৩২৭ ডলার
আজকের বাজার দর অনুযায়ী এ্যাপ্রোক্সিমেটলি ২৮,০০০/- টাকা। বছর শেষে নাকি এই পরিমান টাকা আয় বেড়েছে!!

ভাবছি এই টাকা দিয়ে কী কী করবো!
 
অনেকগুলো প্লান অবশ্য সাজিয়ে ফেলেছি! কিন্তু সেই প্ল্যান সাজাতে সাজাতে যাপিত জীবনের রেগুলার এক্সপেন্সগুলোর দিকে একটু নজর দিলাম।

১। বাৎসরিক বাজার খরচ প্রায় ৪.৫০ লাখ টাকার মত। গত এক বছরে প্রাইস হাইক যদি ৫% ধরি, তাহলে গত এক বছরে খরচ বেড়েছে এ্যারাউন্ড ২২,০০০/- টাকা।
২। জ্বালানী খরচের (নিজের বাইকসহ ফ্যামিলির রেগুলার যাতায়াত) একটা ধারণা আমার আছে। সেটা ৪০-৪৫ হাজার টাকার কাছাকাছি। নিউজে দেখলাম, জ্বালানী তেলের দাম লিটার প্রতি ১৫ টাকা করে বেড়েছে। এখানে খরচ বেড়েছে নিয়ারলি ৭.৫ হাজার টাকা।

সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

ব্রিটিশ সম্রাজ্যের প্রথম মুসলিম জাজ

তিহাসের প্রথম কোন মুসলিম হিজাবী মহিলা যুক্তরাজ্যের জাজ হয়েছেন।
রাফিয়া আরশাদ, ছবি: সংগৃহীত

তার নাম হলো রাফিয়া আরশাদ, যাকে নিয়ে মুসলিম বিশ্বের অনেক নেতাই পোস্ট করেছেন এবং সকল মুসলিম দেশ থেকে অভিনন্দন জানানো হয়েছে!

১৭ বছর আগে তাঁর এক চাকরির ইন্টারভিউ -এ যাওয়ার সময় তাঁর মা আশংকা করেছিলেন, হিজাব পরিধান করার কারণে তাঁকে সিলেকশন বোর্ড বাদ দিয়ে দিতে পারে।

সোমবার, ১৬ আগস্ট, ২০২১

ডেস্কটপে তো ওপেন আছেই, তাহলে ফোনে আবার কেন?

দাস ভঙ্গিতে ডেস্কটপে ফেসবুকের হোমপেজ স্ক্রল করছে রুমিন। হঠাৎ পাশে রাখা ফোনটা বেজে উঠতেই হাতে নিয়ে কথা বলা শুরু করলো। কিছুক্ষণ কথা বলা শেষে আবারও ফেসবুকের হোমপেজে নজর দিলো সে। ফেসবুক ঈদানিং এ্যাড -এর আখড়া। কোনটা যে ফ্রেন্ডদের পোষ্ট আর কোনটা যে স্পন্সর্ড পেজের পোষ্ট বোঝা যায়না। এসব ভাবতে ভাবতে স্ক্রলিং চালিয়ে যায় রুমিন।

মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

কোরবানীর বিরোধীতা বন্ধ করুন

২০২০ স্মার্টফোন বিক্রির হার কিছুটা কম হলেও ২০২১ এ বিক্রয় বৃদ্ধির হার অন্য যেকোন বছরকে ছাড়িয়ে গেছে

The global smartphone market in this year is expected to record its highest levels of growth since 2015. Shipments are projected to reach 1.38 billion units this year, marking a rise of 7.7 percent over last year. দেখুন এখানে

এয়ার কন্ডিশনার -এর বিক্রয় প্রায় ২০০-২৫০% বৃদ্ধি পেয়েছে। কিছু কিছু কোম্পানী বলছে, তারা সাপ্লাই দিয়ে পারছেনা। এটা কেবল বাংলাদেশেরই চিত্র। 

https://prn.to/3hCAgJg
সংগৃহীত
স্মার্ট টিভি’র Compounded Annual Growth Rate (CAGR) প্রায় ২১ ভাগ। এটা ২০১৯ ও ২০২০ -এর তুলনামূলক চিত্র। 

উপরে যে তিনটি পন্যের চিত্র দিলাম, তা সবই লাক্সারী পন্য। এগুলো এভয়েড করেও জীবন চালানো যায়। করোনা মহামারীর মধ্যে এগুলোর বিক্রয় তো কমেইনি, বরং কিছু কিছু ক্ষেত্রে তা অন্যান্য বছরের তুলনায় অত্যাধিক হারে বেড়েছে। 

রবিবার, ১৪ জুন, ২০২০

কভিড-১৯ করোনা ভাইরাসের TaibUVID চিকিৎসা!!!

সৌদি আরবের Taibah University'র একদল গবেষক কভিড-১৯ করোনা ভাইরাসের চিকিৎসা পদ্ধতি বের করেছেন বলে দাবী করেছেন।


গবেষক দলটির সদস্য ডা. সালেহ মুহাম্মদ বলেন, ‘আল্লাহর রহমতে যেসব করোনা রোগীদের এই পদ্ধতিতে চিকিৎসা দেয়া হয়েছে, তাদের সবাই সেরে উঠছেন। এই পদ্ধতিতে রোগীদের সেরে উঠতে এক সপ্তাহের বেশি সময় লাগছে না।’
.
TaibUVID* নির্দেশিত ডোজ:

১। দুই গ্রাম কালোজিরা

২। এক গ্রাম চামেলি ফুল

৩। এক চামচ মধু

রবিবার, ১০ মে, ২০২০

It is a Thanking Note

I wasn’t really happy when I heard that I would be given a cash incentive for my duties during corona pandemic. It helped me be more sincere though.

Life needs momentum and any incentives or appreciation works as catalyst. Specially when you’re running a huge risk, you need stimulation.

But at this stage of life, along with momentum is needed security and safety, not only for me but also for the ones I live for.

I know, nothing can fill up the loss of our dear one. But you will be thrilled when you know the ones you live for will have a shelter after your demise.