...অবতরণিকা
পরিবর্তনশীল এই বিশ্বে তথ্যের গুরুত্ব বেড়ে চলেছে ক্রমাগত। তথ্যের যথাযথ যোগানের কথা মাথায় রেখেই প্রতিনিয়ত মানুষ যোগাযোগের নতুনতর পদ্ধতিকে বেছে নিচ্ছে। এরই ধারাবাহিকতায়, চলমান প্রক্রিয়ার আধুনিকতম সংযোজন হচ্ছে ইন্টারনেট। নিজেকে প্রকাশ করার এবং মেলে ধরার জন্য মানব জীবনে এটি সত্যিই এক অনুপম সংযোজন।
আপনি কি কখনো এভারেষ্টের চূড়ায় আরোহণ করেছেন ? অথবা, মেঘের রাজ্যে একটু শীতল হাওয়ার স্পর্শ অনুভব করেছেন কখনো ? আপনি হয়তো ভাবছেন, আমি নির্ঘাত স্বপ্নের কথা বলছি, অথবা পাগল হয়ে গেছি। আসল সত্য হলো, এর জন্য যা প্রয়োজন তা’ হচ্ছে একটি সুশীল, সুন্দর, শুভ্র মন। আপনার অভ্যন্তরে থাকা সেই শুভ্র মনের ডানা দু’টিকে একটু মেলে ধরুন এবং অনুভব করুন আপনার অভ্যন্তরিন এবং বাহ্যিক পরিবর্তনসমুহ। সেইসাথে আনুভব করুন আপনার মনের একান্ত ইচ্ছাগুলিকে। আপনার মনের মধ্যে বসবাসরত এই ইচ্ছাগুলো কখনো যদি নিজেদেরকে মেলে ধরতে বা প্রকাশ করতে আগ্রহী হয়, আর এর মাধ্যম হিসেবে যদি আপনি ইন্টারনেটকে বেছে নেন; তবে এটাকে আর যাই বলা যাক, নিশ্চয় ভ্রািন্তবিলাস বলা যাবেনা।
“মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রন-তূর্য।” বাংলাদেশের জাতীয় কবি নজরুল জীবনের এই দু'টো বিপরীতমুখী দিক-- প্রেম এবং বিদ্রোহ কে যেমন পাশপাশি এনে দাড় করিয়েছিলেন, বর্তমান সাইটটিতে তেমনি জীবনের নানামুখী অভিজ্ঞতার কথা যদি একত্রে প্রকাশ পায় এবং এরপরেও যদি আপনি এই সাইটটি পরিদর্শন করেন তাহলে বুঝতে হবে আপনি সেই সকল ব্যক্তিসমুহের একজন যারা ... ..