|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।

রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২

১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস

আজ ১৬ই ডিসেম্বর ২০১২। মহান বিজয় দিবস। জাতি আজ তাঁর ৪১তম বিজয় দিবস উদযাপন করছে। সারা বাংলাদেশ জুড়ে দিনটিকে উদযাপনের জন্য নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ আজ তাঁর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে গভীর শ্রদ্ধাচিত্তে। 


১৯৭১ সালে ৯ মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের স্বাধীনতা। বাংলাদেশ শ্রেষ্ঠ সাহসী সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের এনে দেয় এই স্বাধীনতা।

মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতার চেতনায় উজ্জ্বীবিত হতে থাকে। ২৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে এদেশের মানুষকে যুদ্ধে যাবার আহবান জানান জিয়াউর রহমান। 
 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
এরপর ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত হয় আমাদের স্বাধীনতা। বাংলাদেশ নামক একটি নতুন স্বাধীন দেশের আত্মপ্রকাশ ঘটে পৃথিবীর মানচিত্রে। 
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
স্বাধীনতা ৪১ বছর পরও কি পরিপূর্ণভাবে অর্জিত হয়েছে স্বাধীনতা? শুধুমাত্র ভৌগলিক স্বাধীনতা ছাড়া আমরা আর কি পেয়েছি? অর্থনৈতিক, সাংস্কৃতিক মুক্তি কি আমাদের এসেছে?