বিদ্রোহী কবিতার কবি নজরুল এমনই এক কবি যার হাতে পড়ে বেসুরো শব্দও যেন সুর খুজে পায়, ছন্দের অন্ত্যমিলে হয়ে ওঠে বাঙ্ ময়। বহুমুখী প্রতিভার অধিকারী নজরুল ছন্দের ব্যাবহারে দেখিয়েছেন মুন্সিয়ানা। তেমনই এক ছন্দময় কবিতা ‘সুন্দরী’। আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে।
সুন্দরী
--- কাজী নজরুল ইসলাম।
সুন্দরী গো সুন্দরী!
ঘরটি তোমার কোন্ দোরী?
সুন্দরী গো সুন্দরী!
কোন্ সে পথের বাঁকটিতে
কল্সি নিয়ে কাঁখ্টিতে,
থম্কে যাও আর চম্কে যাও
দুলিয়ে বাহু কুন্দরি?
সুন্দরী গো সুন্দরী!
কুঞ্জি কই সে কুঞ্জরী-
যার হিয়াটি চঞ্চলে
আকুল তোমার অঞ্চলে?
সাতনোরী আর পাঁচনোরী হার
কোন্ পথে যায় গুঞ্জরি’?
সুন্দরী গো সুন্দরী!
কোন্ মন ওঠে মুঞ্জরি’-
কেশের তোমার সৌরভে,
পরশ পাওয়ার গৌরবে?
তূণ ধরি ভ্রূর গুণ্ ধরি’
কর্ছো শিকার কোন্ পরী?
সুন্দরী গো সুন্দরী!
কোথায় সে বাও কোন্ তরী?
উত্তরীয় সঞ্চরি’
করছে হাওয়ার মন চুরি,
অপ্সরী আর হুর-পরী
চল্ছে তরীর গুণ্ ধরি,
সুন্দরী গো সুন্দরী!
শাড়ির পাড়ে কোন্ জরি?
কর্ণে দোদুল দুল্ দুলে,
গাল দেখে পারুল ভুলে,
চুম্চে ছলে বুল্বুলে গো
মুখ ভুলে ফুল্-পুঞ্জরি।
সুন্দরী গো সুন্দরী।
ভার কেন আজ মন তোরি?
কিন্নরী ও হুর-পরী
তুল্য তোমার কোন্ গোরী?
কোন্ জনে দেয় মন-বেদন্ এ—
খায়া কাঁচা খুন্ ঘুণ ধরি’?
সুন্দরী গো সুন্দরী!
করলো সে কে মন চুরি?
মনটি তোমার উন্মনা,
মন্-চোরা সে কোন্ জনা?
আফসোস্ উহুঁ! আর নেই আঁসু!
উঠেছে আঁখে খুন ভরি’!
আর কেঁদো না সুন্দরী!
সুন্দরী গো সুন্দরী!
ঘর তোমার ভাই কোন্ দোরী?