|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।

রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১২

শ্যালিকা

_______ গোলাম মোস্তফা

বুঝে পড়ে দেখিলাম করে তালিকা
সব চেয়ে সমধুর ছোটো শ্যালিকা।
       
নেই তার তুল
       
মন মশগুল
প্রাণ-পাওয়া বাসরের ফুল-মালিকা।

প্রেয়সীর আদরের ছোটো ভগিনী
সুখ দুখে চিরদিন সহযোগিনী
       
রাঙা টুকটুক
       
হাসি মাখা মুখ
ব্যঙ্গ ও বিদ্রূপ উপভোগিনী ।


আধখানি সহোদরা আধখানি নয় -
আধখানি যেন তার সখী মনে হয়।
      
সখী আর বোন
       
সংমিশ্রণ!
অম্লের মাঝে মধু যেন মধুময়!

সে যেন গো বিবাহের তাজা যৌতুক,
প্রণয়ের পাশে চির প্রেম - কৌতুক!
        
ফাগুনের বন -
        মৃদু সমীরণ
বিয়ে-ফুল মধুকরা যেন মউটুক।

এতদিন পরে আজি বুঝেছি মনে
বধু সে মধুর নয় শালী বিহনে।
       
শ্যালিকার দান
       
বড় এক স্থান
অধিকার করে আছে নর জীবনে।


মোটা পণ-লালসায় মন ভরো না,
শালী যেথা নেই সেথা বিয়ে করো না।