|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।

শনিবার, ২৬ ডিসেম্বর, ২০০৯

প্রয়োজনীয় সাইটের থিম পরিবর্তন

আপনি কি আপনার ফেসবুক সহ কয়েকটি প্রয়োজনীয় সাইটের থিম পরিবর্তন করতে চান? তাহলে এখানে ক্লিক করুন এবং প্রয়োজন অনুযায়ী এড-অনস্‌ টি ডাউনলোড করে নিন। ডাউনলোড করার সাথে সাথে আপনার নির্দেশিত সাইটটির চেহারা একদম পাল্টে যাবে। ইচ্ছা করলে আপনি আবার আগের চেহারায় ও ফিরে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আপনার ব্রাউজারের (মজিলা) টুলস্‌ মেনুতে গিয়ে নিচের এই ধাপগুলো অনুসরণ করতে হবে।
Tools menu > Add-ons > the User Styles panel on the top > the entry for this user style > Uninstall.
ফেসবুকের একই চেহারা দেখতে দেখতে যারা ক্লান্ত তাদের জন্য এই পোস্টটি।
http://userstyles.org/styles/browse/site


এখানে দেখুন

এই ছবিটি দেখুনঃ