|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।

রবিবার, ২৭ ডিসেম্বর, ২০০৯

ওয়েবসাইটে বাংলা লেখা ও বড় করে দেখার উপায়

English Version:
This post is for those who can’t see Bangla Fonts on websites including Facebook at all or who see those fonts so small that they can hardly be read.

First of all I would like to narrate the way how you can see Bangla fonts bigger than usual in any websites. For this, you have to download the font ‘Siyam Rupali’ from here. Then, you have to install the font in ‘Fonts’ in Control Panel of your system.

The next thing you have to do is to download a very small software named ‘Font Fixer’. To download this click here. After you have downloaded the software, open it and choose the font ‘Siyam Rupali’ from ‘Choose a font from the list’ and click ‘Fix it’. See the picture bellow:



At this stage, your system may take restart.

Now you are able to see the Bangla Fonts bigger in any websites including Facebook.



Now I will narrate how to write Bangla on any web page.

This is very simple and to do this click here and download the software ‘Avro Keyboard Portable Version’. With the help of this software you are able to write Bangla on any web page. After downloading you have to unzip it first to a new folder. You will under stand the rest easily. Then you are able to write Bangla on your desired web page.


Bangla Version:
এই পোস্ট টি তাদের জন্য যারা ফেসবুকসহ অন্যান্ন ওয়েবসাইটে বাংলা আদৌ দেখতে পারেননা অথবা পারলেও তা এত ক্ষুদ্র যে পড়তে পারেননা।

প্রথমত আমি এখানে বর্ণনা করবো আপনি কিভাবে বাংলা সাধারণের চেয়ে বড় দেখতে পারবেন। এর জন্য আপনাকে Siyam Rupali ফন্টটি ডাউনলোড করতে হবে এখান থেকে। তারপর সেটি আপনার সিস্টেম এর Control Panel –এ Fonts- এর মধ্যে গিয়ে install করতে হবে।

তারপর যে কাজটি আপনাকে করতে হবে তা হলো একটি ক্ষুদ্র সফটওয়্যার ‘Font Fixer’ ডাউনলোড করা। এর জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। ডাউনলোড সম্পন্ন হলে এটি ওপেন করুন এবং ‘Choose a font from the list’ থেকে Siyam Rupali নির্বাচন করুন। এরপর fix it ক্লিক করে বের হয়ে আসুন। নিচের ছবিটি দেখুনঃ



এই পর্যায়ে আপনার সিস্টেমটি রিষ্টার্ট নিতে পারে।

এখন আপনি বাংলা ফন্ট বড় করে দেখার উপযুক্ত হলেন।


এই পর্যায়ে কিভাবে আপনি ওয়েবপেজে বাংলা লিখবেন তা বর্ণনা করা হবে।

এটা খুবই সিম্পল এবং এর জন্য এখানে ক্লিক করে ‘Avro Keyboard Portable Version’ সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। ডাউনলোড সম্পন্ন হলে একটি নতুন ফোল্ডারে সেটিকে আনজিপ করে নিন। বাকি কাজটুকু আপনি নিজেই বুঝতে পারবেন। এই সফটওয়্যার এর সাহায্যে আপনি খুব সহজেই ফেসবুক সহ যেকোন ওয়েবসাইটে বাংলা লিখতে সক্ষম হবেন।