|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।

বুধবার, ২৮ জুলাই, ২০১০

অস্থিরতা।

সাম্প্রতিক সময়ে দিনগুলো খুব ভালো যাচ্ছে না। একটা অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছি। অনেক ব্যাস্ততা আমার। ব্যাস্ততা নাকি মানুষকে চিন্তাহীন হতে খুব সাহায্য করে। আমি বুঝতে পারছিনা কি হচ্ছে। স্বাভাবিকতা আর স্বাভাবিক নেই। বাইরে খুব যাওয়া হচ্ছে না। সারাদিন ঘরে বসেই দিন কাটাচ্ছি, পড়ছি। কিছু একটা করতে মন চাইছে। মনটাকেও মাঝে মাঝে বুঝতে পারিনা। সব সময় সকল কিছু গ্রহনযোগ্য হয়না। কিগ্রহনযোগ্য আর কি গ্রহনযোগ্য না তাও আমি বুঝতে পারছিনা। চিরাচরিত গতিতে এগিয়ে চলছে সময়। দিনের পর রাত, রাতের পর দিন।

কখনো মনে হয় রাজনীতিবিদ হয়ে যাই। পুরো দেশটাকে আমূল পাল্টে ফেলার স্বপ্ন দেখি। কিশোর স্বপ্নের মতই। শুধু কি কিশোর বয়সেই মানুষ দেশ নিয়ে ভাবে? তা নিশ্চয় নয়? দেশে তো কত প্রবীন রাজনীতিবিদ রয়েছেন। এরা সবাই কি দেশকে বদলে দেয়ার স্বপ্ন দেখেন? কি জানি, তবে আর যাই হোক, সেই স্বপ্ন নিশ্চয় তারা দেখেন না। তাহলে অন্তত দেশটার এই অবস্থা হতো না।

তাহলে কবি সাহিত্যিক হওয়া যেতে পারে। অনেক অনেক গল্প আর কবিতা লিকবো। কি বলেন? ভাবছেন, ইচ্ছা করলেই কি কবি সাহিত্যিক হওয়া যায়? যায়, যায়। কিছু কলা কৌশল দরকার। যেমন, স্রোতের বিপরীতে চললেন; অভিধান খুলে কিছু অপ্রচলিত শব্দ বেছে নিয়ে তা ব্যাবহার করলেন ইত্যাদি।

নাহ, আমার পক্ষে তা’ সম্ভব নয়। কি করবো জানিনা। মনটা বড়ই অস্থির। কিঞ্চিৎ স্থিরও মনে হয়। ..