|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।

বুধবার, ২৮ জুলাই, ২০১০

বধু কোন আলো লাগলো চোখে

আমার প্রিয় একটি রবীন্দ্রসঙ্গীত আপনাদের সাথে শেয়ার করবো। রবীন্দ্রনাথের গানে অপরিসীম ভালোবাসা। তার একটু তুলে দিচ্ছে আপনাদের কাছে।

বধু কোন আলো লাগলো চোখে


বধু কোন আলো লাগলো, লাগলো চোখে
লাগলো চোখে বধু কোন আলো, লাগলো, লাগলো চোখে
বধু কোন আলো লাগলো চোখে
বধু কোন আলো লাগলো চোখে

বুঝি দীপ্তিরূপে ছিলে সূর্যলোকে
বধু কোন আলো লাগলো চোখে

ছিল মন তোমারই প্রতীক্ষা করি
যুগে যুগে দিনু রাত্রি ধরি
ছিল মর্মবেদনা ঘন অন্ধকারে
জনম জনম গেল বিরহ শোকে
বধু কোন আলো লাগলো চোখে

অস্ফুট মঞ্জুরি কুঞ্জ বনে,
সংগীত শূন্য বিষন্ন মনে কুঞ্জ বনে
অস্ফুট মঞ্জুরি কুঞ্জ বনে,
সংগীত শূন্য বিষন্ন মনে
সঙ্গীরিক্ত চির দুঃখ রাতি পোহাব কি নির্জনে শয়ন পাতি
সুন্দর হে! সুন্দর হে!
বর মাল্য খানি তব আনো বহে, তুমি আনো বহে
অবগুন্ঠন-ছায়া ঘুচায়ে দিয়ে,
হের লজ্জিত স্মিত মুখ শুভ আলোকে
বধু কোন আলো লাগলো চোখে….