|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।

শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০১০

এলো খুশির ঈদ


| রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ |
                        ---কাজী নজরুল ইসলাম।
রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ
রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে , শোন আসমানী তাগিদ

তোরা সোনা-দানা, বালাখানা সব রহে ইল্লিল্লাহ
দে যাকাত , মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ
মন রমযানের রোজার শেষে এলো খুশির ঈদ


আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ
রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ
আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরীদ
রমযানের রোযার শেষে এলো খুশির ঈদ
যারা জীবন ভরে রাখছে রোযা, নিত্য উপবাসী
সেই গরীব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ

রমযানের রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ
এলো খুশির ঈদ এলো, এলো খুশির ঈদ এলো খুশির ঈদ,
মন রমযানের রোযার শেষে এলো খুশির ঈদ