|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।

সোমবার, ১১ অক্টোবর, ২০১০

তুমি কোন কাননের ফুল

তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা?
তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপনের পারা।
তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা?

কবে তুমি গেয়েছিলে,
আঁখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি
শুধু মনের মধ্যে জেগে আছে ঐ নয়নের তারা।
তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা?

তুমি কথা কয়োনা,
তুমি চেয়ে চলে যাও,
এই চাঁদের আলোতে, তুমি হেসে গলে যাও
আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে
তোমার আঁখির মতন দুটি তারা ঢালুক কিরণ ধারা।

তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা?
তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপনের পারা।

(গানটি আমার অসম্ভব ভালো লাগে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম।)