|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।

শুক্রবার, ১ এপ্রিল, ২০১১

কম্পিউটার ব্যাবহার করুন, বাংলায়।


বাংলা ইন্টারফেসসহ একটি ডেস্কটপচিত্র দেখুন।
(বড় করে দেখার জন্য চিত্রের উপরে ক্লিক করুন)

এটা একটা দারুন কাজ আর আমি এটাকে খুবই এনজয় করছি। আমার কম্পিউটার এখন সম্পূর্ণ বাংলায়। এটা যে কত আনন্দের তা বলে বোঝানো যাবেনা। আমার কম্পিউটারে এখন থেকে আর ইংরেজিতে মেনু বা অন্যান্য অপশনগুলি দেখতে হবে না। যদিও দু-একটা কোর বিষয় এখনো ইংরেজিতে রয়ে গেছে, আমি এতেই অনেক খুশি। এখন অন্ততঃ আমার কম্পিউটারের পরিবেশটাকে বাংলা বাংলা মনে হচ্ছে। সম্পূর্ণ বাংলা ইন্টারফেস। এটা দারুণ উপভোগ্য।

ব্যাপারটা খুব সহজ আর স্বাধারণ। আমি এতদিন চিন্তাই করিনি। তাই বোধহয় এত দীর্ঘ সময় লাগলো। যাইহোক, শুধুমাত্র একটা ‘ল্যাঙ্গুয়েজ ইন্টারফেস প্যাকেজ’ ব্যাবহার করেই কম্পিউটারকে মোটামুটি বাংলা চেহারা দেওয়া সম্ভব। আর ফাইল বা ফোল্ডারের নাম বাংলায় লেখার জন্য অভ্র তো আছেই। সব মিলিয়ে বেশ বাংলাদেশি একটা চেহারা। কম্পিউটারে সম্পূর্ণ বাংলা দেখার ইচ্ছা আমার স্বভাবজাত। কিন্তু বিবিধ সমস্যায় সেটা হয়ে ওঠাও বেশ দুরুহ। 

হঠাৎ করেই মাথায় বুদ্ধিটা আসলো ব্যাপারটি এমন নয়। আমার বন্ধু শোয়েবকে দেখলাম গুগল ক্রোম বাংলায় ব্যাবহার করতে। আমি ব্যাবহার করি মজিলা। ভাবলাম মোজিলাও তো বাংলায় ব্যাবহার করা সম্ভব। তখনই মোজিলার জালক-অঞ্চলে (ওয়েবসাইট) ঢুঁ মারলাম। বুঝতে পারলাম, বাংলাসহ বিভিন্ন ভাষায় এটা ব্যাবহার করা সম্ভব। তখনই বাংলা ভাষার মোজিলা নামিয়ে নিয়ে ব্যাবহার শুরু করলাম। তখন থেকেই চিন্তাটা মাথায় ঘুরপাক খেতে লাগলো। কোন একটা বিশেষ সফটওয়্যার যদি বাংলায় হতে পারে, উইন্ডোজ কেন বাংলায় হবে না? বেশ খোজাখুজির পর বুঝলাম, কয়েকটি ভাষায় উইন্ডোজ থাকলেও বাংলা ভাষায় নেই। তবে আহত হওয়ার কিছু নেই। যে সমস্ত ভাষায় উইন্ডোজ নেই সেই সকল ভাষার জন্য রয়েছে ‘ল্যাঙ্গুয়েজ ইন্টারফেস প্যাকেজ’। নামিয়ে নিন আর সংস্থাপন (ইনষ্টল) করেই আপনার নিজস্ব ভাষায় ব্যাবহার করুন কম্পিউটার।

আমি আর দেরি করিনি। সাথে সাথেই নামিয়ে নিয়েছি বাংলা ভাষার ইন্টারফেস প্যাকেজ। আমার কম্পিউটার এখন আমার ভাষায়, বাংলায়।