|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।

রবিবার, ১ মে, ২০১১

এবার কথা বলবে আপনার কি-বোর্ড— পাখির সুরে।

কম্পিউটার এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। কম্পিউটারের কল্যাণে নিজের জায়গা ছেড়ে দিতে হয়েছে দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসা টাইপ-রাইটারকে। আর প্রয়োজনে-অপ্রয়োজনে আমরা কে টাইপ করছি না বলুন? কিন্তু ভাবুনতো, টাইপ করার সাথে সাথে যদি আপনার কি-বোর্ডটি টাইপ-রাইটারের মত আওয়াজ দিতে থাকে অথবা পাখির সুরে গান গেয়ে ওঠে তাহলে কেমন হবে? ৮৪৬ কিলোবাইটের খুবই ক্ষুদ্র একটি সফটওয়্যার। এটি দিয়ে আপনি খুব সহজেই কথা বলাতে পারেন আপনার কি-বোর্ডকে। 

নীচে স্ক্রীনশটটি দেখুন।


ফিডব্যাক দিতে ভুলবেন না কিন্তু!