|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।

মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১১

বের হয়েছে থলের বেড়ালঃ ভোটিং এর নামে প্রতারণা

প্রাকৃতিক সপ্তাশ্চর্য্য নির্বাচনের টোটাল প্রক্রিয়া প্রকৃতঅর্থে একটা গাজাখুরী কল্পনা তা আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা। ভোট দেওয়ার প্রক্রিয়া থেকে খুব সহজেই অনুমেয় যে এটা আসলে ভুয়া। লেংথ অভ কম্পিটিশান, ভোটিং প্রসিডিউর, মাল্টিপল ভোটস্‌ ফ্রম সিঙ্গেল মেইল অর মোবাইল নাম্বার, স্টেপস্‌ অভ কম্পিটিশান-- ইত্যাদি কিছু বিষয় বিবেচনায় আনলে 'নিউ সেভেন ওয়ান্ডারার্স'কে ভুয়া বলে প্রতীয়মান করতে আর বেগ পেতে হয়না।

অনেকেই এর পাল্টা যুক্তি দিয়ে বলেন যে, সারা বিশ্বের মানুষ কই এতটাই বোকা যে সকলে মিলেও এই সাইটটিকে জাল প্রমান করতে পারবে না? বা, কেউ কি ধরতে পারবে না যে এই সাইটটি আসলে ভুয়া? যুক্তিতত্বের বিচারে এটা একটা খোড়া যুক্তি। এর প্রথম কারণ হচ্ছে, সুন্দরবন সহ আর যেসকল দেশের বিভিন্ন প্রকৃতি সেই তালিকায় রয়েছে, সেসকল দেশের অনেকেই জানেনা এই সাইটটির কথা। যা বেশি প্রচার তা কেবল আমাদের এই ইন্ডিয়া বাংলাদেশে। তবে, থলের বেড়াল বের হতে শুরু করেছে। প্রথমে আপনাকে এই লিংকটাতে একটু যেতে হবে। যারা অলসতা করে না যেতে চান, তারা এখানেও পড়ে নিতে পারেনঃ

The Cabinet has decided to immediately and unilaterally withdraw the Maldives from the New7Wonders of Nature contest. The Cabinet on April 24 discussed a paper presented by the Ministry of Tourism, Arts and Culture proposing the Maldives’ withdrawal from the contest.

The Cabinet made the final decision today after deliberating on the recommendations of the cabinet subcommittee that was convened to further investigate the matter.

In deciding to withdraw the Maldives from the New7Wonders contest, the Cabinet rejected the organiser’s demand for expensive license fees and sponsorship packages, not included in the initial agreement of participation, in order to compete in the remainder of the competition. They noted the irregularities and lack of transparency in calculating competitor rankings at different stages of the competition.

Ministry of Tourism, in its paper presented to the Cabinet on the matter, highlighted the concerns of the tourism industry leaders and other stakeholders over the nature of the competition.

উপরিউক্ত নিউজের এই লাইনটি (They noted the irregularities and lack of transparency in calculating competitor rankings at different stages of the competition) পড়ার পরেও কি আপনি বলবেন যে 'নিউ সেভেন ওয়ান্ডারার্স' সাইটটি ভুয়া নয়?