|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।

বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১১

ক্ষমা করার অধিকার কি রাষ্ট্রপতির আছে?

ক্ষমা প্রদর্শনের মাধ্যমে দূর্জ্জনকে সজ্জনে রুপান্তরিত করার উদাহরণ পৃথিবীতে বিরল নয়। বরং, ইতিহাসের পাতায় চোখ বুলালে এজাতীয় ঘটনা হামেশাই দেখতে পাওয়া যাবে। অপরাধী নিজ কৃতকর্মের জন্য অনুশোচনায় দগ্ধ হয়ে ক্ষমা ভিক্ষা করলে আল্লাহও তাকে ক্ষমা প্রদর্শন করেন। ক্ষমা প্রদর্শন এমনই এক মহৎ গুন যা সমাজ হতে সকল অন্যায় ও অনাচার দূর করতে পারে। তবে, ঢালাওভাবে ক্ষমা প্রদর্শন করা হলে তা কি সমাজের জন্য আদৌ কল্যাণকর? যে সকল অপরাধীর কোন অনুশোচনা থাকেনা, ভুল শুধরে আলোর পথে আসার ঐকান্তিক ইচ্ছা থাকেনা, যে সকল অপরাধী অপরাধ করার পর উল্লাসে ফেটে পড়ে, সেই সকল ঘৃণ্য অপরাধীকে ক্ষমা করলে তা কি সমাজের জন্য কল্যাণকর হয়? দৃষ্টান্তমুলক শাস্তির বিধানও কি সুস্থ সমাজ বিনির্মানের জন্য অত্যাবশ্যক নয়?

ক্ষমা একটি মহৎ গুন। এই মহৎগুনটি প্রদর্শন করে চলেছেন আমাদের মহামান্য রাস্ট্রপতি জিল্লুর রহমান। একের পর এক খুনের আসামীকে ক্ষমা প্রদর্শন করে তিনি ক্ষমার এক মহান দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি যেভাবে ক্ষমা করা শুরু করেছেন, তাতে অন্তত একটি উপকার আমাদের হবে। আইন ও বিচার ব্যাবস্থা আর রাখার দরকার হবে না। ফলে, সরকার এক বিশাল খরচের হাত থেকে বেঁচে যাবে। সমগ্র বিচার কাঠামোর জন্য বিভিন্ন খাতে আমাদের যে খরচ হত, মহামান্য রাস্ট্রপতির ক্ষমা প্রদর্শনের মাধ্যমে সেই খরচ আর থাকছেনা। কারণ, সব অপরধীকে যদি ক্ষমা ঘোষনা করা হয়, তাহলে আর বিচার কার্যের কি দরকার? 

যিনি অপরাধ করেছেন তাকে ক্ষমা প্রদর্শন করবে কে? যার উপর অপরাধ করা হয়েছে তিনি নাকি রাষ্ট্র কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত কেউ? ধরুন, এক সন্ত্রাসী আপনার একটি হাত কেটে ফেললো। শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হাত হারিয়ে আপনি সেই সন্ত্রাসীকে ক্ষমা প্রদর্শনের কথা ভাবতেই পারছেননা। আশা করছেন সন্ত্রাসীর উপযুক্ত শাস্তি। এর মধ্যে দেখলেন বিশেষ ক্ষমতাবলে কেউ সেই সন্ত্রাসীকে ক্ষমা ঘোষনা করলো। এতে কি আপনার উপর অবিচার করা হলোনা? এই ক্ষমা ঘোষনা কি আপনার উপর আরেকটি সন্ত্রাস নয়? 

যার উপর অপরাধকর্মটি সঙ্ঘটিত হয়েছে তিনিই কেবল ক্ষমা ঘোষনার অধিকার রাখেন। জোর করে, ক্ষমতা বলে অন্য কাউকে দিয়ে ক্ষমা ঘোষনা করা অপরাধের শিকার ব্যাক্তিটির উপর অন্যায় অবিচার করার শামিল। আমাদের দেশে আইন করে রাস্ট্রপতি কর্তৃক ক্ষমা প্রদর্শনের বিধান রাখা হয়েছে। অপরাধ সঙ্ঘটিত হলো আপনার উপর আর ক্ষমা প্রদর্শন করলেন রাস্ট্রপতি, এটা কি রাষ্ট্রীয় সন্ত্রাস নয়? 

জিল্লুর রহমান কতজন অপরাধীকে এভাবে ক্ষমা ঘোষনা করবেন? কয়েক বছর আগে (সম্ভবত ২০০১ সালে) এক সন্ত্রাসী ঘটনার শিকার হয়ে মারা যান আমাদের মহামান্য রাষ্ট্রপতির স্ত্রী আই ভি রহমান। মহামান্য রাষ্ট্রপতি কি তার স্ত্রী আই ভি রহমানের হত্যাকারীকে ক্ষমা করতে পেরেছেন? তিনি কি এমন ঘোষনা দিয়েছেন যে তিনি তার স্ত্রীর হত্যাকারীকে ক্ষমা প্রদর্শন করেছেন? একজন স্বামী হয়ে তিনি কি তার স্ত্রী-হত্যার বদলা নেওয়ার পরিবর্তে ক্ষমা প্রদর্শনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছেন? একজন স্বামী হয়ে যদি তিনি তার স্ত্রীর হত্যাকারীকে ক্ষমা করতে না পারেন, তাহলে একজন রাষ্ট্রপতি হয়ে একজন নারীর স্বামীর হত্যাকারীকে ক্ষমার প্রদর্শনের অধিকার তার নেই, থাকতে পারে না।

----------
এইখানে এবং এইখানেও দেখতে পারেন।