|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।

শনিবার, ৭ এপ্রিল, ২০১২

যা আমি ভাবি, যেভাবে ভাবি


আমি এখন যে কথাগুলো বলবো, তা আপনাদের ভালো লাগবে না। এমনকি অনেকের কাছে অসহনীয় মনে হবে। কিন্তু আমার বলাটা জরুরি। আবার, এই কথাগুলো রাজনৈতিক (অনেকের কাছে, আমার কাছে মোটেও রাজনৈতিক নয়)। কিন্তু না বলে উপায় নেই। 

আমি কথা বলবো বর্তমান সময়ে বহুল আলোচিত গোলাম আযম আর মতিউর রহমান নিজামীকে নিয়ে।

ধরে নেই (হয়তোবা সত্য, যেহেতু বিচারকার্য্য চলমান), ৭১ সালে গোলাম আযম ও নিজামী কোন মানবতা বিরোধী অপরাধ করে নাই। কিন্তু আমরা জানি, এই দুজন ব্যাক্তি ও তাদের সংগঠন “জামায়াতে ইসলামী” বাংলাদেশের স্বাধীনতা চাই নাই। আরও ধরে নেই, এই ব্যাক্তিদ্বয় ও তাদের সংগঠনের বাংলাদেশের স্বাধীনতা না চাওয়ার পিছনে তৎকালীন সময়ের নিরীখে যোক্তিক কারণ রয়েছে। 

এখন, আমার জন্ম ৮৬-এ, এই বাংলাদেশেই। আমার বড় হয়ে ওঠা, আমার বেঁচে থাকা, আমার অস্তিত্ব এই বাংলাদেশকে ঘিরেই। ভালো হোক মন্দ হোক, ছোট হোক বড় হোক, দূর্ণীতিপরায়ন হোক আর যাই হোক, এটা আমার বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ। এই বাংলাদেশকে ঘিরেই আমার সব স্বপ্ন, সব ভালোবাসা, দেশবোধ, দেশপ্রেম। এই দেশকে কত ভালোবাসি তা' বলে বোঝাতে পারবোনা। অন্তত ক্রিকেটের কথা বলতে পারি, সাকিব তামিমরা যখন এশিয়া কাপের ফাইনালে ওইভাবে হেরে গিয়েছিলো, তিনদিন আমি ঠিকমত খেতে পারিনি। সত্যি কথা বলছি, চোখের জল আটকে রাখতে পারি নি। ব্লগ ফেসবুকে যখনই ওদের ছবি দেখেছি, অজানা কষ্টে বুকটা ভারী হয়েছে। আমার এই আবেগ আপনার কাছে অনেক সস্তা মনে হতে পারে। কিন্তু বুঝেছি, এই দেশকে ভালোবাসি বলেই ওদের নিয়ে এত আবেগ! 

এবার আপনিই বলুন, যে মাতৃভুমিকে ঘিরে এত ভালোবাসা এত আবেগ, সেই মাতৃভুমি যারা চাই নাই, আমি তাদের সাপোর্ট করি কিভাবে? আপনি হয়তো বলবেন, ঐ সময়ের প্রেক্ষাপটে তারা হয়তো ঠিক সিদ্ধান্ত নিয়েছিলো। আমি বলবো, তারা তো এই বাংলাদেশটাই চাই নাই যেটা আমার মাতৃভুমি। তারা যতটা যৌক্তিকই হোক না কেন, আমি তো এই বাংলাদেশের সন্তান।

বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ আর এ কারণেই “জামায়াতে ইসলামী” আর দশটা দলের মতই একটা রাজনৈতিক দল। এবার ধরুন, নিজামী বাংলাদেশের প্রেসিডেন্ট হলো (আমাকে পাগল ভাববেননা প্লিজ)। তাহলে স্বাধীনতা দিবস আর বিজয় দিবসে কি তারা (স্বাধীনতা বিরোধীরা) এই দিবসের বাণী দেবেন দেশবাসীর উদ্দ্যেশ্যে? আপনি কি ভাবতে পারছেন? 

আমার সোজা কথা, আমি জামায়াতে ইসলাম আর তাদের নেতাদের ঘৃণা করি। ইসলাম শব্দটা থাকলেই আমি কাউকে সমর্থন করতে পারিনা। জামায়াতে ইসলাম নামক এই রাজনৈতিক দলকে নিষদ্ধ করাটা তাই যৌক্তিক এবং সময়ের দাবী।

বিঃদ্রঃ বিঃদ্রঃ
১। স্বাধীনতা বিরোধীদের আমি কোনভাবেই এদেশের নেতা ভাবতে পারি না। মানলাম, তারা যা করেছে তা যৌক্তিক, তাই তারা ক্ষমাপ্রাপ্ত হয়ে এদেশের বসবাস করতে পারে। তাই বলে এই দেশের নীতি নির্ধারক হওয়ার ক্ষমতা আমি তাদেরকে দিতে পারি না।
২। আমার এই “ধরে নেয়া” বিষয়গুলো নিয়ে অনেকের অনেক মত থাকতে পারে। কিন্তু, একটা পার্টিকুলার বিষয়কে প্রাধান্য দিতেই এই বিষয়গুলো ধরে নেয়া হয়েছে। আশা করি এইগুলো নিয়ে বিতর্ক থাকবেনা। 

 অটঃ গতকাল এক বন্ধুর সাথে অনেক আলোচনা হলো। তারপর থেকেই মনের মধ্যে এই বিষয়গুলো কাজ করতেছে। লিখে ফেললাম, যা আমি ভাবি, যেভাবে আমি ভাবি।