|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।

রবিবার, ৮ মে, ২০১৬

বিশেষ দিনে নয়, প্রতিদিন মাকে দিন বিশেষ ভালোবাসা!

আবারো সেই কর্পোরেট বানিজ্য। সবকিছুকেই একটা প্রতিকী পালনে রুপান্তর করা।

সারাদিন ফেসবুকে মা দিবসের শুভেচ্ছা আর শুভেচ্ছা।
বহুবার এই প্রশ্ন করেছি, আজও করছি। 'একটা দিবসের কী প্রয়োজন?' 'প্রতিদিনই কি মায়ের জন্য নয়?'
বন্ধু দিবস, ভালোবাসা দিবস একসময় এদেশে আসেনি। তখন কি বন্ধুর প্রতি, প্রেমিকার প্রতি আমাদের ভালোবাসা কম ছিলো? মিডিয়ার কল্যাণে এই দিবসগুলো যখন এলো, তখন বিকিকিনি ছাড়া ভালোবাসার নবতর কোন উপায় যুক্ত হয়েছে কি? যা যুক্ত হয়েছে তা কেবলই বিকিকিনি। ফুল কেনা, কার্ড কেনা আর সেগুলো উপহার দেয়া- বানিজ্যের প্রসারে নবতর উপায় বৈকি!

অবশেষে বাদ গেলো না মাও। আজ কেবলই দিবস পালন করছেন, কাল যে এই দিবস পালনের জন্য বিকিকিনিতে জড়িয়ে পড়বেন, এ কথা আমি হলফ করে বলতে পারি। আজ মিডিয়া শেখাচ্ছে দিবস পালন করতে, কাল শেখাবে দিবসের বিশেষ রংয়ের পোষাক কিনতে, কার্ড কিনতে। আর আমি ও আপনি, সারা বছর মায়ের খোঁজ না রেখে, বিশেষ দিবসে বিশেষ রংয়ের পোষাক পরে ফুল দিয়ে মাকে ভালোবাসা জানাবো! হাউ কিউট! ব্যাপারটা কিন্তু দারুণ হবে!

বৃদ্ধাশ্রমে বৃদ্ধ পিতামাতাকে রেখে বছরে একদিন খোঁজ নেয়ার পশ্চিমা কালচারটা আমরা ইতিমধ্যেই রপ্ত করে ফেলেছি। ব্যাপারটা বেশ ফ্যাশানেবল! এখন দিবস পালনের পাশাপাশি বিশেষ রংয়ের পোষাক পরা আর নানান জিনিস উপহার দেয়ার কালচারটা রপ্ত করতে পারলেই আমরা পুরো দস্তুর সাহেব বনে যাবো!! তখন ব্যাপারটা আরও কিউট হবে!!!