|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।

শনিবার, ১৬ জুলাই, ২০১৬

গুলশান ট্রাজেডি ও জাকির নায়িককে জড়িয়ে প্রোপাগান্ডা

Dhaka Tribune নামে একটা পত্রিকায় লেখা আসলো যে ডা: জাকির নায়েক নাকি সন্ত্রাসবাদের উস্কানীদাতা। কারন হিসাবে সস্তাভাবে ডা: জাকিরের কিছুু কাটছাট করা বক্তব্য টেনেটুনে বলা হলো গুলসান এ্যাটাকারের একজন মৃত জঙ্গী নাকি ডা: জাকিরের ফ্যান এবং মৃত জঙ্গীর ফেসবুকের স্টাটাস থেকে দেখা যায় ডা: জাকির নাকি তার প্রেরনার উৎস:
Rohan Imtiaz, the 22-year-old student from North South University, who before disappearing in January this year, had quoted Naik in a Facebook post where he "urged all Muslims to be terrorists". He later went on to attack Holey Artisan Bakery in Gulshan 2 with five others.(এখানে দেখুন)

আসলে ' catchnews.com সাইট থেকে ধার করে নেওয়া 'Who is Zakir Naik and why Muslims should be wary of him' শীর্ষক লেখাটিতে জাকির নায়েকের 'কুকীর্তি'র এক লম্বা ফিরিস্তি গাওয়া হয়েছে। লেখার মধ্যে আবার critical thinking এর একটা ভাব আছে। পড়েও মজা লাগে। তবে এর মধ্যে সত্য তথ্য ও সূত্রের লেশ মাত্র নেই। কোন লেকচারে ডা: জাকির "urged all Muslims to be terrorists" তা উল্লেখ করা হয়নি। ব্যাপারটাা তারা এমনভাবে উপস্থাপন করেছে যেন মৃত জঙ্গীরা জাকির নায়েককে ফেসবুকে Quote করলো, অতপর নিরুদ্দেশ হলো, IS এ যোগদান করলো আর গুলশানে এ্যাটাক করলো। বাহ! কি চমৎকার যুক্তি - একেবারে সবকিছু সুন্দরভাবে মেলানো যায়। আসলে Dhaka Tribune & catchnews যে উদ্ধৃতটার কথা বললো সেটা আসলে ইতিবাচক ও কিছুটা হিউমরাসও বটে। ডা: জাকিরেরর সম্পূর্ণ বক্তব্য এরকম:
Full Speech by Dr Zakir:
"Every Muslim should be a terrorist. A terrorist is a person who causes terror. The moment a robber sees a policeman he is terrified. A policeman is a terrorist for the robber. Similarly every Muslim should be a terrorist for the antisocial elements of society, such as thieves, dacoits and rapists. Whenever such an anti-social element sees a Muslim, he should be terrified. It is true that the word 'terrorist' is generally used for a person who causes terror among the common people. But a true Muslim should only be a terrorist to selective people i.e. anti- social elements, and not to the common innocent people. In fact a Muslim should be a source of peace for innocent people." (এখানে দেখুন)


তার কিছুটা rhetorical ও রসালো এই লেকচারের সারকথা হলো ইসলামের প্রচারের মাধ্যমে অশুভ শক্তির বুকে আতংক বা terror উদ্রেক করতে হবে, বোম মেরে বা সাধারন মানুষ হত্যা করে নয়। আর 'terror ' শব্দের এই ইতিবাচক অর্থে সকল মুসলমান Terrorist. তাই মজা করে বললে জাকির নায়েক নিজেও একজন "Terrorist ', কেননা তার ইসলামের যৌক্তিক ব্যাখ্যাগুলো ইসলামবিদ্বেশীদের বুকে terror সৃষ্টি করছে। ডা: জাকির নিজে ব্যাখ্যা করছেন:
"Many of the news channels in India are showing a clipping where I am saying that every Muslim should be a terrorist. Whenever anyone wants to malign me, they show the clipping,” Naik said.
"This clipping, yes it is me saying it but it is out of context. I said a terrorist is a person who terrorises someone. I also gave an example that a policeman terrorises a robber. So, for a robber a policeman is a terrorist. In this context, every Muslim should be a terrorist to the anti-social element," Naik told PTI from Mecca. (দেখুন এখানে)

তাই এটা স্পস্ট যে out of context এ আংশিক উদ্ধৃতি দিয়ে ডা: জাকিরের বক্তব্য বিকৃত করে সুবিধা নিতে চাইছে প্রোপাগ্যান্ডিস্টরা । তাছাড়া তারা সাধারন পাঠককেও গর্দভ মনে করে যে তারা বুঝি এই পোস্ট মর্ডানিস্ট টাইপের লেখাকে সন্দেহাতীতভাবে গিলে খাবে। কিন্তু তারপরও তাদের চতুরতা ধরা খেয়েছে। এ ধরনের অপবাদ আসার পর জাকির নায়েক নিজেই তার প্রতিক্রিয়া ব্যক্ত করে যা বলেছেন তা Daily Star এর মতো কাগজও ছাপিয়েছে:
On the Dhaka attackers reportedly being inspired by his preaching, Naik, speaking over the phone from Mecca, said he has 14 million followers on Facebook, besides 200 million viewers of Peace TV in multiple languages, including Urdu, Bengali and Chinese.
“The largest percentage of my Facebook followers are from Bangladesh. Ninety per cent of Bangladeshis would know me, including senior politicians, philanthropists, common men, students and more. Fifty per cent would be my fans. Am I shocked that the attackers knew me? No.
”This, however, does not mean that he endorses their methods, he said. Stating that a lot of people “come close to Islam” because of him, he said such people then listen to other speakers, including some who, in the name of Islam, misguide thousands.
“Such a person would be a hardcore fan of Prophet Muhammad. Does that mean Prophet Muhammad told him to kill people?” Naik asked, adding that the Quran explicitly states that when a person kills another, of any religion, “it is as though he has killed the whole of humanity”. (বিস্তারিত)

তাছাড়া উপড়ের Dhaka Tribune এর লেখাটিতে কিছু হাস্যকর কথা বলা হয়েছে যেমন :জাকির নায়েক ওহাবীস্ট, ইংরেজী মাধ্যমে কথা বলে, র্কোট টাই পড়েন, প্রোপাগান্ডা হিসেবে পশ্চিমাদের মতো মিডিয়া ব্যবহার করে কিংবা আলেম ছাড়াই নিজে ডাক্তারি পড়ে কুরআন হাদীস ব্যাখ্যা করেন -ব্লা-ব্লা-ব্লা। এসকল সস্তা যুক্তি যেকারো কাছেই হাস্যকর মনে হবে।এ প্রসংগে বিস্তারিত গেলে আলোচন দীর্ঘ হয়ে যাবে।

মোদ্দাকথা হলো ডা: জাকির নায়েক হলো সন্ত্রাসবাদ প্রকল্প পরিচালকদের (Terror Engineers) কাছে অস্বস্তি। কারন কিছু ব্যাপারে দ্বিমত থাকলেও এটা অনস্বীকার্য যে অাধুনিক মিডয়াগুলোতে প্রচারিত তার ধারালো সমসাময়িক যুক্তি ও আন্তধর্মীয় সংলাপ পশ্চিমাদের মধ্য ইসলামোফোবিয়া বা ইসলাম বিদ্বেষ কমিয়ে এনেছে। আর ইসলাম, জিহাদ বা মৌলবাদ নিয়ে misunderstanding গুলো সুন্দরভাবে যুক্তিগ্রাহ্য করে ইসলামের শান্তিপ্রিয় সুমহান মর্যাদাকে সম্মুনত রাখতে বিশাল ভূমিকা রাখছে। আর আজ কিনা তাকেই জঙ্গীবাদের উস্কানীদাতা বলা হচ্ছে।

আশা করি আজকের মুসলিম তরুন প্রজন্ম সাম্রাজ্যবাদী ও যায়নিস্টদের সকল প্রপাগান্ডার ছদ্দবেশী ফাঁদকে চিনে ফেলবে এবং ইসলামের সুমহান মর্যাদাকে সমুন্নত রেখে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতাকে রক্ষা করবে।
--------
ওয়ালিদ, ০৮.০৭.২০১৬

আপডেট:
জাকির নায়েকের বিরুদ্ধে কোন অভিযোগই পাওয়া যায় নি