|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।

শনিবার, ২ জুলাই, ২০১৬

'রেসকিউ অভিযান' নাকি 'কমান্ডো অভিযান'?

'রেসকিউ অভিযান' আর 'কমান্ডো অভিযান' এ দুয়ের মাঝে একটা চরিত্রগত ও প্রয়োগগত পার্থক্য আছে বলে আমার মনে হয়। যেখানে 'হোস্টেজেস' -এর নিরাপত্তা মূখ্য, তাদের জীবন-মরণের প্রশ্ন, সেখানে কমান্ডো অভিযান খুব যুক্তিযুক্ত কি? 

Hostages include a good number of foreigners along with some commoners. এই ফরেনার আর কমনার -দের নিরাপত্তার কথা মাথায় রেখে অভিযানের পরিকল্পনা করার প্রয়োজন ছিলো কি?

কেবলমাত্র কিছু পলাতক সন্ত্রাসী আটকই তো এই অভিযানের একমাত্র উদ্দেশ্য নয়। শনিবার সকাল থেকে প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ায় যে অভিযানের কথা শুনলাম তা 'রেসকিউ অভিযান' নাকি 'কমান্ডো অভিযান'? 

আরেকটু সতর্ক হয়ে, এত তাড়াহুড়ো না করে, অভিযানের পরিকল্পনা করলে 'ডেথ-টোল' কি অনেকাংশেই নামিয়ে আনা যেতো না? ২৪ জনের মৃত্যুর সংবাদ কি শুনতে হতো আমাদের? ২৪ সংখ্যাটা বেশিই মনে হচ্ছে!