সাকিব আল হাসানকে একবার এক টিভি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হলো- "গ্রেট প্লেয়ারদের ভালো খেলার পেছনে একটা মোটিভেশন থাকে। আপনার অনুপ্রেরণার উৎস কী??"
সাকিবের জবানীতেই শুনুনঃ
প্রচন্ড গরমের ভেতরে একটি শিশু ফুল বিক্রি করছে। যার সমস্ত শরীর কুলকুল করে ঘামছে। এমন সময় পথশিশু টি আমার গাড়ির কাছে এসে বললো- " স্যার, একটা ফুল নিবেন?? "
আমি তার সঙ্গে থাকা সবগুলো ফুল নিয়ে নিলাম!!!! তারপর গাড়ির জানালার কাচ খুলে দাম দিতে যাবো ঠিক এমন সময় ওই ছেলে আমাকে দেখে চিনে ফেললো !!
ফুলওয়ালা ছেলেটা বললো- "আপনে সাকিব না !!?? "
হাসতে হাসতে বললাম- " হ্যাঁ !! " তখন ছেলেটা দাম নিতে অস্বীকৃতি জানিয়ে বললো,
- "দাম লাগবো না, স্যার!! আপনে প্রত্যেক ম্যাচে কমসে কম একটা করে ছক্কা মাইরেন, তাইলেই হইবো!! "
প্রতিবার মাঠে নামার আগে আমার মাথায় থাকে- "ওই ছেলের কাছ থেকে নেওয়া ফুলের দাম আমায় শোধ করতে হবে !!!!"
