চমৎকার একটা গান।
যেমন চমৎকার তার কথা, তেমনই চমৎকার তার সুর। আর গায়কের চমৎকার গায়কীতে গানটি আরও চমৎকার হয়ে উঠেছে।
রঙ্গিলা বারই রে
তুমি নানান রঙের খেলা খেলো
আমি তোমার প্রেমের পাগল তোমায় বাসি ভালো
রঙ্গিলা বারই রে
তুমি নানান রঙের খেলা খেলো
তোমার কর্ম তুমি করো মিছা দোষী আমি
পুরাইতে তোমার বাসনা দেশ-বিদেশে ভ্রমি
আমার ঘরে থাক তুমি তোমার ভাবে চলো
রঙ্গিলা বারই রে
তুমি নানান রঙের খেলা খেলো
করার আর কি করি আমি ভাবি দিবা-নিশি
লোকে বলে কাদায় ঘান খাই, ব্যঙ্গের গলায় ফাঁসি
তোমার লাগি কুল বিনাশি বিফলে দিন গেল
রঙ্গিলা বারই রে
তুমি নানান রঙের খেলা খেলো
যাক না জাতি - হোক না ক্ষতি দুঃখ নাই রে আর
সত্য করে কওরে বারই তুমি নি আমার?
তোমার প্রেমে আব্দুল করিম মরে যদি ভালো
রঙ্গিলা বারই রে
তুমি নানান রঙের খেলা খেলো