|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।

রবিবার, ২৬ মার্চ, ২০১৭

২৬শে মার্চ, তোমায় মনে পড়ে!

মেজর জিয়া যখন উই রিভোল্ট বলে কমান্ডিং অফিসারকে হত্যা করে বিদ্রোহী প্রায় ৩০০ সৈন্য নিয়ে রাতের আধারে কালুর ঘাটের দিকে অগ্রসর হচ্ছিলেন তখন তিনি তার বাসার পাশ দিয়েই যাচ্ছিলেন, সহযোদ্ধাদের কেউ কেউ তখন তাকে উপদেশ দিচ্ছিল, বাসায় গিয়ে ভাবী (খালেদা জিয়া) বাচ্চা (তারেক, কোকো) দের এক নজর দেখে তাদের কাছ থেকে বিদায় নিতে অথবা নিরাপদ কোন আশ্রয়ের ব্যাবস্থা করে দিতে।

জবাবে মেজর জিয়া বলছিলেন, "আমার সাথে কত জন সৈন্য আছে?"

সহকর্মী বললেন, "৩০০ র মত"

জিয়া তার দিকে নির্মিমেষ তাকিয়ে থেকে উত্তর দিলেন, "আজ যদি আমি আমার পরিবারের থেকে বিদায় নিতে যাই অথবা তাদের কে নিরাপদ আশ্রয়ে যাবার ব্যাবস্থা করে দেই আমার ৩০০ যোদ্ধার পরিবারের কি হবে?"

জুনিয়র সহকর্মী্রা নিরব।

জিয়া আবার বললেন, "ফরোয়ার্ড। আমি ওদের আল্লাহর হাতে সপে দিলাম।"