[জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি]
২৫ মে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। প্রেম, দ্রোহ, সাম্য আর মানবতার কবি নজরুলের জন্মদিন এক উৎসব বঙ্গাঞ্চলে। আমরাও এই উৎসবে যুক্ত হবো।
নজরুল জন্মেছিলেন বৃটিশ ইন্ডিয়ায় ১৮৯৯ সালে, সাহিত্যকৃতিও বৃটিশ ইন্ডিয়ায়। ১৯৪২ থেকে ১৯৭৬ পর্যন্ত তাঁর জীবন অন্য এক পরিমণ্ডলে আবর্তিত ছিলো। বাংলাদেশের স্বাধীনতার পর কবিকে ঢাকায় নিয়ে আসা হলো জাতির জনক শেখ মুজিবুর রহমানের আগ্রহে। কবি পেলেন জাতীয় কবির স্বীকৃতি। বঙ্গবন্ধুর আত্মজীবনীর বেশ কয়েক জায়গায় কবির কথা স্থান পেয়েছে।
গত ২০০ বছরের বাংলা সাহিত্যে মাইকেল, রবীন্দ্রনাথ এবং নজরুল বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত। এই তিনজনের মধ্যে নজরুলের অসাম্প্রদায়িকতা আবার অনন্য। বাকিরা সাম্প্রদায়িক ছিলেন তা ভাবার কোন কারণ নেই, কিন্তু নজরুল যে অসাম্প্রদায়িক ছিলেন তা সন্দেহাতীত। তিনি হিন্দু-মুসলিম মিলনের অগ্রদূত। একজন মুসলমান হওয়ার পরও তিনি নবী মুহম্মদের মধ্যে কৃষ্ণের রূপ দেখেছেন। মা ফাতেমার চরিত্র চিত্রণ করেছেন দেবী দুর্গার গুণাবলী দিয়ে। বিদ্রোহী কবিতার কাড়ি কাড়ি পৌরাণিক উপমার মধ্যে মুসলিম উপমা এসেছে হাতে গোণা কয়েকটি।
নজরুলের প্রেমময় অসাম্প্রদায়িক চরিত্রটি বিশ্বের এক অনুপম চরিত্র। তিনি সব্যসাচী লেখক, তাঁর যুগের সকল প্রধান কবি তাঁর দ্বারা প্রভাবিত। জীবনানন্দ থেকে মোহিতলাল মজুমদার পর্যন্ত নজরুলের ঘোরে আক্রান্ত ছিলেন অনেকদিন। তাঁর গান ও সুর বিশ্বের বিস্ময়। এতো বিশাল, এতো গভীর এবং এতো কালোত্তীর্ণ বাণী খুব বেশি লেখা হয় নি বিশ্ব সাহিত্যে। এবং বাণীগুলো রহস্যের গাঢ় আঁধারে আচ্ছাদিত। প্রচলিত পাঠের আড়ালে এতে খেলা করে অন্য এক সুর। গৌণ লেখকদের সাথে রবীন্দ্র-নজরুলের মৌলিক পার্থক্য এখানেই যে তারা একই কক্ষপথে হাঁটার চেষ্টা করেন মাত্র, কিন্তু কোন ভাবকে জাগ্রত করতে পারেন না অনুগামী প্রজন্মের মধ্যে। একারণেই রবীন্দ্রনাথ ও নজরুলে আজো সমুজ্জ্বল ও অনিবার্য।
প্রনস নজরুলের সঙ্গীত নিয়ে কাজ করে থাকে। মহান এই ঋষিকবির শর শত গান আমরা আপলোড করেছি ইউটিউবে। গানের কিছু নিগূঢ় রহস্য নিয়ে আলোকপাত করে থাকি আমরা। আমাদের সদস্য সংখ্যা প্রায় ১৩ হাজার। ইউটিউব HR Channel থেকে এ পর্যন্ত আমরা ১৩০০ নজরুল-সঙ্গীত আপলোড করেছি। স্মর্তব্য যে এই চ্যানেল থেকে আমরা অনেক শিল্পীর গান প্রথমবারের মতো আপলোড করেছি। কেবল নজরুলকে ভালোবেসে আমরা বিশ্ববাংলা কমিউনিটিতে নজরুলের স্রোত প্রবহমান রাখার উদ্যোগ নিয়েছি। প্রকৃত নজরুলপ্রেমীদের মিলনকেন্দ্র প্রনস।
২৫ মে কবির ১১৮তম জন্মবার্ষিকী। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা পেশ করছি।
--রফিক সুলাইমান
