ড.
জ্যাঁ পল মীরা এবং ড. কেমিলি লক্ট। প্রথমজন প্যারিস –এর কোচিন হাসপাতালের আইসিইউ
সার্ভিস –এর প্রধান এবং দ্বিতীয় জন ফ্রান্সের ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ এ্যান্ড
মেডিক্যাল রিসার্চ –এর প্রধান। নীচে কোভিড-১৯ নিয়ে তাদের আলোচনা শুনুন:
মীরা: আমি যদি খুব বেশি বাড়িয়ে না বলি, আমাদের কী এই ষ্টাডিটা আফ্রিকায় করা উচিৎ না? যেখানে কোন মাস্ক নেই, ট্রিটমেন্ট নেই, কোন আইসিইউও নেই! অনেকটা এইডস্ এর ষ্টাডির মত, যেখানে বারবণিতাদেরকেই পরীক্ষার জন্য বেঁছে নেয়া হয় কারণ তারাই বেশি এই ধরণের পরিস্থিতিতে এক্সপোজড্ হয় এবং বারবণিতারা কোন সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেনা।
লক্ট: ঠিক বলেছেন। এবং আমরা আফ্রিকাতে একটা ষ্টাডি করার ব্যাপারে অলরেডি চিন্তাভাবনা শুরু করেছি, পাশাপাশি বিসিজি’র ব্যাপারেও আমরা একই রকম চিন্তাভাবনা করছি।
যাইহোক, আভরির ফুটবলার দ্রগবা এর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি
বলেন, ‘আফ্রিকা কোন টেস্টিং ল্যাব নয়....’।
___