|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।

রবিবার, ১২ এপ্রিল, ২০২০

আমার কাজ নীতিনির্ধারণ, বাস্তবায়ন নয়

বিড়ালদের সার্বক্ষণিক উৎপাতে অতিষ্ঠ ইঁদুরেরা উপদেশ নিতে গেল জ্ঞানী প্যাঁচার কাছে।

- বিচক্ষণ প্যাঁচা ভায়া, কী করি আমরা বলো তো! একটা পরামর্শ দাও। নইলে বিড়ালগুলোর জ্বালায় তো টেকা দায় হয়ে পড়েছে!
একটু ভেবে নিয়ে প্যাঁচা বলল: এক কাজ করো। তোমরা সবাই শজারু হয়ে যাও। তোমাদের গায়ে কাঁটা দেখে বিড়ালেরা তোমাদের ছায়াই মাড়াবে না।

জুতসই পরামর্শ পেয়ে খুশিমনে বাড়ি ফিরে গেল ইঁদুরেরা। ফেরার পরে হঠাৎ একজনের মনে হলো: পরামর্শ তো দারুণ! কিন্তু আমরা শজারু হব কীভাবে?

আবার সব ইঁদুর চলল প্যাঁচার কাছে। গিয়ে বলল: আমরা শজারু হব কীভাবে?
প্যাঁচা উত্তর দিল: উল্টোপাল্টা প্রশ্ন নিয়ে আমার কাছে আসবে না! আমার কাজ নীতিনির্ধারণ, বাস্তবায়ন নয়।

_____