১। বাৎসরিক বাজার খরচ প্রায় ৪.৫০ লাখ টাকার মত। গত এক বছরে প্রাইস হাইক যদি ৫% ধরি, তাহলে গত এক বছরে খরচ বেড়েছে এ্যারাউন্ড ২২,০০০/- টাকা।২। জ্বালানী খরচের (নিজের বাইকসহ ফ্যামিলির রেগুলার যাতায়াত) একটা ধারণা আমার আছে। সেটা ৪০-৪৫ হাজার টাকার কাছাকাছি। নিউজে দেখলাম, জ্বালানী তেলের দাম লিটার প্রতি ১৫ টাকা করে বেড়েছে। এখানে খরচ বেড়েছে নিয়ারলি ৭.৫ হাজার টাকা।
বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
যে জীবন যাপন করছি!
সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
ব্রিটিশ সম্রাজ্যের প্রথম মুসলিম জাজ
![]() |
রাফিয়া আরশাদ, ছবি: সংগৃহীত |
সোমবার, ১৬ আগস্ট, ২০২১
ডেস্কটপে তো ওপেন আছেই, তাহলে ফোনে আবার কেন?
উদাস ভঙ্গিতে ডেস্কটপে ফেসবুকের হোমপেজ স্ক্রল করছে রুমিন। হঠাৎ পাশে রাখা ফোনটা বেজে উঠতেই হাতে নিয়ে কথা বলা শুরু করলো। কিছুক্ষণ কথা বলা শেষে আবারও ফেসবুকের হোমপেজে নজর দিলো সে। ফেসবুক ঈদানিং এ্যাড -এর আখড়া। কোনটা যে ফ্রেন্ডদের পোষ্ট আর কোনটা যে স্পন্সর্ড পেজের পোষ্ট বোঝা যায়না। এসব ভাবতে ভাবতে স্ক্রলিং চালিয়ে যায় রুমিন।
মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
কোরবানীর বিরোধীতা বন্ধ করুন
২০২০ স্মার্টফোন বিক্রির হার কিছুটা কম হলেও ২০২১ এ বিক্রয় বৃদ্ধির হার অন্য
যেকোন বছরকে ছাড়িয়ে গেছে।
The global smartphone market in this year is expected to record its highest levels of growth since 2015. Shipments are projected to reach 1.38 billion units this year, marking a rise of 7.7 percent over last year. দেখুন এখানে।
এয়ার কন্ডিশনার -এর বিক্রয় প্রায় ২০০-২৫০% বৃদ্ধি পেয়েছে। কিছু কিছু কোম্পানী বলছে, তারা সাপ্লাই দিয়ে পারছেনা। এটা কেবল বাংলাদেশেরই চিত্র।
![]() |
সংগৃহীত |
উপরে যে তিনটি পন্যের চিত্র দিলাম, তা সবই লাক্সারী পন্য। এগুলো এভয়েড করেও জীবন চালানো যায়। করোনা মহামারীর মধ্যে এগুলোর বিক্রয় তো কমেইনি, বরং কিছু কিছু ক্ষেত্রে তা অন্যান্য বছরের তুলনায় অত্যাধিক হারে বেড়েছে।
রবিবার, ১৪ জুন, ২০২০
কভিড-১৯ করোনা ভাইরাসের TaibUVID চিকিৎসা!!!
সৌদি আরবের Taibah University'র একদল গবেষক কভিড-১৯ করোনা ভাইরাসের চিকিৎসা পদ্ধতি বের করেছেন বলে দাবী করেছেন।
গবেষক দলটির সদস্য ডা. সালেহ মুহাম্মদ বলেন, ‘আল্লাহর রহমতে যেসব করোনা রোগীদের এই পদ্ধতিতে চিকিৎসা দেয়া হয়েছে, তাদের সবাই সেরে উঠছেন। এই পদ্ধতিতে রোগীদের সেরে উঠতে এক সপ্তাহের বেশি সময় লাগছে না।’
.
TaibUVID* নির্দেশিত ডোজ:
১। দুই গ্রাম কালোজিরা
২। এক গ্রাম চামেলি ফুল
৩। এক চামচ মধু