মডুরা ব্যাবস্থা না নিলে আমাকেই নিতে হবে।
সেই শুরু থেকেই আছি সোবা ব্লগের সাথে। প্রিয় সোনার বাংলাদেশ ব্লগ। সোনার বাংলাদেশ ব্লগ এত প্রিয় হবার কতগুলো কারণও রয়েছে। এর মধ্যে যে কারণটি সবিশেষ উল্লেখের দাবীদার তা হলো এর সুস্থ ব্লগিং। সেই শুরু থেকে এই ব্লগটার সাথে থেকেও আজ পর্যন্ত কখনো এর পরিবেশে সঙ্গে একে আপস করতে দেখিনি। বাহবা দিলে হয়তো তাই কমই দেয়া হয়ে যায়। এর পরে যার কথা উল্লেখযোগ্য তা হলো মডুদের কুইক রেস্পন্স। বিভিন্ন সময়ে ব্লগের পরিবেশ নিয়ে আমি কয়েকটা পোস্ট দিয়েছি এবং সত্য হল অনেকটা সাথে সাথেই আমি সেই সমস্ত বিষয়ের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণসহ মডুদের জবাব পেয়েছি। পরবর্তীতে সঙ্গত কারণেই আমি সেই পোস্টগুলো ড্রাফট্ করে দিয়েছি। এই ব্লগটি সবথেকে প্রিয় হওয়ার পিছনে পরবর্তীতে আমি যে কারনটি উল্লেখ করবো তা হলো এ ফিচার। আর আজ একটা বিশেষ ফিচারই সবথেকে বড় যন্ত্রণার কারণ। যাত্রা শুরু করেই একটা ব্লগ একসাথে সকল সুযোগ দিতে পারেনা। পারেনি প্রিয় সোনার বাংলাদেশ ব্লগও। তবে অতি অল্প সময়ে যে বেশি পরিমান সেবা যুক্ত করেছে তা রীতিমত বিস্ময়কর।
প্রতিটা ফিচার যুক্ত হবার সাথে সাথেই নোটিশবোর্ডের মাধ্যমে তা অবগত হয়েছি। এরই ধারাবাহিকতার সর্বশেষ সংযোজন হলো মোবাইল ভার্সন। নিঃসন্দেহে এটি একটি যুগোপযগি সিদ্ধান্ত যা ব্লগিংকে আরও গতিময় করে তোলে। কিন্তু এই মোবাইল ভার্সন আমার জন্য এখন সবথেকে কাল হয়ে দাড়ালো। একটু বিস্তারিত বলি তাহলে আপনাদের সহজে বোধগম্য হবে।
ব্যাস্ততার কারণে দিনের বেশিরভাগ সময়ই আমি বাইরে থাকি। সকালে বেলা বের হয়ে বাসায় ফিরতে ফিরতে রাত প্রায় ৮/৯ টা বেজে যায়। কখনো কখনো ল্যাপটপ সাথে থাকলেও তা সকল সময় বের করে ব্রাউজ করা সম্ভব হয়না। বাংলা সাপোর্ট করা আমার নোকিয়া মোবাইলটি অনেকটা আশির্বাদ হয়ে গেলো। মোবাইল দিয়ে পোস্ট করা না গেলেও পড়তে কখনো সমস্যা হয়না। তাই বাইরে বা যেখানেই থাকিনা কেন, সোনার বাংলা থেকে দূরে আছি এমনটি কখনোই হয়না। হলফ করে বলতে পারি, ঘুমের সময় আর জরুরী কোন সময়ের কথা বাদ দিলে, সোনার বাংলাদেশ থেকে আমি কখনো এক ঘন্টার বেশি দূরে থাকিনি। ব্লগ থেক বের হয়ে ৩০/৪০ মিনিট পার হয়ে গেলেই মনটা আকু-পাকু করতে থাকে- এই বুঝি কোন পোস্ট মিস করে ফেললাম! মোবাইল টা সবচেয়ে বেশি উপকারী মনে হয় যখন বিদ্যুৎ থাকেনা। বিদ্যুৎ যেতে সময় লাগে কিন্তু আমার ব্লগে ঢুকতে সময় লাগে না।
এবারে সমস্যার কথাটা বলি। এতদিন সোনার বাংলাদেশের মোবাইল ভার্সন ছিলোনা। তাই প্রায় সকল সুবিধা মোবাইল থেকেও পেয়েছি। যেমনঃ রেটিং দেওয়া, কোন পোস্টকে খুব বেশি দরকারী মনে হলে প্রিয়তে নেওয়া, যখন তখন নিজের কোন পোস্ট পড়তে পারা ইত্যাদি। আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ সুবিধার কথা এই মুহুর্তে মনে করতে পারছিনা। ও হ্যাঁ, একটা মনে পড়েছে, পোস্টের বা মন্তব্যের মধ্যে কোন প্রয়োজনীয় লিংক থাকলে সহজেই সেখানে ঢুকতে পারা।
মোবাইল ভার্সন চালু হওয়ার পরে উপরোক্ত সকল সুবিধায়ই আমি হারিয়েছি। এখন মোবাইল দিয়ে নিয়মিত ঢুকতে পারলেও মনে হয় সোনার বাংলাদেশের সাথে সংযুক্তি হারিয়েছি। লিংকে ঢুকতে পারিনা। প্রয়োজনীয় পোস্ট প্রিয়তে নিতে পারিনা। উফ! মডুগন, হয় মোবাইল টেমপ্লেটকে আপডেট করুন, নচেৎ, আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যান। আমি কিন্তু ক্ষিপ্ত হয়ে যাচ্ছি।