তোমার কান্নায়
বনের কোকিলেরা কুহু ডাক ভুলে
গেছে, স্রোতময়
নদী হারিয়েছে তার গতিপথ। দখিনা
বায়ু তোমার কান্নার দীর্ঘশ্বাস
শুনিয়ে যাচ্ছে আমাদের। পুরো
বাংলাদেশজুড়ে তোমার কান্নার
রোল উঠেছে। কৃষকেরা মাঠের
কাজ ফেলে কে কোথায় চলে গেছে
তার ঠিকানা নেই। কলসি কাঁখে
গায়ের বধু পানি আনতে গিয়ে আর
ফিরে আসেনি। তোমার কথা ভেবে
রাখাল তার বাঁশিতে ফু দিতে
ভুলে গেছে। স্তব্ধ শোকের
প্রেতপূরীতে পরিনত হয়েছে
বাংলাদেশ।
তোমরা হয়তো দুটো রান কম করেছো, হয়তো একটা কাপ পাওনি। কিন্তু, আমরা পেয়েছি তোমাদের। আমরা দেখেছি কি অসীম মমতায় ভরা বাংলার হার-না-মানা দামাল ছেলেরা লড়াই চালিয়েছে শেষ বলটি পর্যন্ত। কাধে কাধ মিলিয়ে জনতার মঞ্চে পেয়েছি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আর বিরোধী দলীয় নেত্রীকে। আমরা দেখেছি কি পাহাড়সম ধৈর্য্য নিয়ে তোমাদের প্রতিটা মুহুর্তকে নজরে রেখেছে বাংলার প্রতিটা ঘর। ১৬০ মিলিয়ন মানুষের কেবল একটাই প্রার্থনাঃ বাংলাদেশ।
এই তো আমাদের অনেক
পাওয়া। আমাদের এই উপলক্ষ্যটা
যে তোমরা এনে দিয়েছো। তোমরা
কেন কাঁদবে?
কাঁদবে তো পুরো বাংলাদেশ,
সুখের কান্না,
তোমাদেরকে পাওয়ার সুখ।
এভাবে কাঁদতে নেই
সাকিব। আমরা তোমাদের ভালোবাসি,
অনেক বেশি ভালোবাসি।