খুব গরম পড়ে গেলো। এখন আর বিদ্যুৎ যায় না, আসে। এই গরমে বেঁচে থাকায় দায়। চারপাশ কেমন রুক্ষ! দেশের রাজনৈতিক অবস্থা বিদ্যুতের মত। খারাপই থাকে, ভালো আর হয়না। আমরা ধীরে ধীরে কেমন এক্সট্রিমিষ্ট হয়ে যাচ্ছি। পরমত সহ্য করতে পারিনা।
অফিসে বেশ প্রেশার যাচ্ছে। গতকাল রাত ১০.০০টা পর্যন্ত অফিস করলাম। কেউ বিশ্বাস করতে চাইবেনা, বাট এটাই রিয়েল। একটু কোথাও বেড়িয়ে আসা দরকার। কিন্তু এই গরমে তা চিন্তা করতেও কষ্ট হচ্ছে। হাতে অনেক কাজও বাকী।
অফিসে মাঝে মাঝে ফাঁকি দিচ্ছি। আসলে ফাঁকি বলা চলেনা। হাতের কাজগুলো দ্রুত গুছিয়ে তারপর ফাঁকি দিই, নেট গুতাই। ঈদানিং গুতাগুতির বেশ স্বভাব হয়ে গেচ্ছে। বন্ধুদের গুতাতে ভালো লাগে। গুতাচ্ছিও মনের মত। আর লিখবোনা। এখন বাই। হাতে ব্যাথা করে।
__________________________
অফটপিকঃ
সংবাদপত্রগুলো দিন দিন তাদের নৈতিকতা হারাচ্ছে। শেখ হাসিনা বা খালেদা জিয়া কে "হাসিনা/খালেদা" সম্বোধন করা সমীচিন মনে করিনা। হয়তো ব্রেভিটি'র দরকার আছে। কিন্তু দেশের প্রধানমন্ত্রী বা বিরোধীদলীয় নেত্রীর জন্য কি একটু জায়গা বরাদ্ধ হয়না? ঈদানিং দেখছি মাওলানা শফিকে "শফি" সম্বোধন করতে। ব্যাপারটা ভালো ঠেকেনি। একজন আলেমকে যথার্থ সম্মান দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।