আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর যদি ১৩ সংখ্যার হয়, তাহলে তার আগে আগে আপনার জন্মসাল সহ এনআইডি'র ঘর পূরণ করুন। যেমন, আপনার আইডি নাম্বার যদি ৪৭১৬৯১৯০০০০৪৪ এবং আপনার জন্মসাল ১৯৮৬ হয়, তাহলে এনআইডি'র ঘরে ১৯৮৬৪৭১৬৯১৯০০০০৪৪ পূরণ করুন।
আরও খেয়াল করুন, মোবাইল নাম্বার ০১৭১৭XXXXXX এই ফরম্যাটে দিলেই হবে।
এরপর রেজিষ্টার বাটনে প্রেস করুন। রেজিষ্টার বাটনে প্রেস করার আগে খেয়াল করুন, 'আপনার পাসওয়ার্ড যেন নুন্যতম আট সংখ্যা বিশিষ্ট হয় এবং অন্তত একটি ক্যাপিটাল লেটার সহ আলফা-নিউমেরিক হয়।
সঠিকভাবে পূরণ করে রেজিষ্টার বাটনে ক্লীক করলে আপনাকে পরবর্তী পেইজে নিয়ে যাওয়া হবে এবং আপনার মোবাইলে নাম্বারে (যে নাম্বারটি আপনি প্রথম পৃষ্ঠায় দিয়েছেন।) পাঠানো কোড ইনপুট দিতে বলা হবে।
কোড ইনপুট দেয়া হলে 'সামনে' বাটনে ক্লীক করুন। আপনার রেজিষ্ট্রেশন সম্পন্ন হবে এবং আপনাকে লগইন করতে বলা হবে।
প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করুন। নীচের পেইজের মত দেখতে পাবেন। ব্যাস, হয়ে গেলো অনলাইন রেজিষ্ট্রেশন।
এরপরেও সমস্যা ফেইস করলে, মন্তব্যের ঘর তো আছেই। মন্তব্যে জানানা। চেষ্টা থাকবে আমার মত করে বলতে।