বাংলাদেশকে উইকেটটি পেতে দেয়নি এলবিডব্লুর নিয়ম। দেখি, কী সেই নিয়ম। সেই নিয়মগুলোর একটি হচ্ছে, বল লেগ স্টাম্পের লাইনের বাইরে ফেলা যাবে না। লেগ স্টাম্পের বাইরে বল পড়লে প্রথম দফাতেই এলবিডব্লুর আবেদন নাকচ হবে। মাশরাফির বলটা ঠিক পুরোপুরি লেগ স্টাম্পের বাইরেও ছিল না। অর্ধেকেরও সামান্য বেশি ছিল লেগ স্টাম্পের লাইনেই। কিন্তু তাতে মন গলেনি আম্পায়ারদের। তারা তো আর নিয়মের বাইরে যেতে পারেন না। বলটাকে পুরোপুরি থাকতে হবে লেগ স্টাম্পের ভেতরে।
আসুন দেখি বলটি কোথায় পড়েছে!
যেহেতু বলটি নিয়ারলি ৬০% লেগ স্টাম্পের ভেতরে পড়েছে, অধিকাংশের মতে এটি আউট। কিন্তু আউট দেয়নি আইসিসি।
ফলে এ যাত্রা বেঁচে গেলেন রায়না। কে জানে, এটার চড়া মূল্য দিতে হয় নাকি বাংলাদেশকে। ভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরেকার তো বলেই বসলেন, ‘নিয়মের দিক দিয়ে সিদ্ধান্তটা ঠিক আছে, কিন্তু নীতির দিক দিয়ে ঠিক নেই।’ ক্রিকইনফোও লিখেছে, এটা অনেক ‘ক্লোজ’ একটা আবেদন ছিল।
রিভিউ নেয়া হলো সেখানেও আউট দেয়া হলো না।এটা কি আউট ছিলো না মাননীয় থার্ড আম্পায়ার? বল নাকি মিলিমিটার লাইনের বাইরে ছিলো! ফাইজলামীর একটা সীমা আছে।
চুরি করেও আমাদের আটকে রাখতে পারবা না।
জয় আমাদের হবেই, ইং শা আল্লাহ্।