|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫

আওয়ার গুড, গৌল্ড মেমোরিজ!!


মনে পড়ে সেই দিনটার কথা, সেই দিনগুলোর কথা? আওয়ার ঔল্ড, গৌল্ড মেমোরিজ??


ইয়াপ, সেভেন ইয়ার্স ব্যাক ফ্রম নাউ। পহেলা বৈশাখ, ১৪১৫। তুমি শাড়ি পরে হাটতে পারতেনা; ক্যাফে থেকে বের হয়ে কয়েকটা পা ফেলে আর এগোতে পারছিলেনা। বিকেল গড়িয়ে যাচ্ছিলো তখন।
তখনকার আমরা

এখনকার আমরা
ছবি কৃতিত্বঃ ছোট ভাই সাজ্জিদ

বিকেলের নরম আলোয় এক অকলঙ্ক শুভ্রতায় উদ্ভাসিত হয়েছিলো তোমার মুখ। সেই প্রথম, হাটতে পারছিলেনা তাই হাত ধরার সুযোগ পেলুম। পাশাপাশি হেটে দীর্ঘ পথ পাড়ি দেয়ার সেই তো শুরু...।

তারপর পেরিয়ে গেছে সাতটি পহেলা বৈশাখ। আজ একসাথে, আমাদের অষ্টম; এই অষ্টমে পা দিয়েও তুমি একটুও বদলাওনি। অথবা বদলেছো অনেকখানি; আগের চে’ ভালোবাসা বেড়েছে, সহস্রগুনে।

তবে বদলেছে আমাদের মেমোরিজ, কেবলই এনরিচ্‌ড্‌ হয়েছে। আওয়ার গুড, গৌল্ড মেমোরিজ!!