সিসি
ক্যামেরার ফুটেজ, শয়তানগুলোর ছবি। সবই চলে এসেছে সামনে।
এখন শুধু
সময়ের অপেক্ষা, উপযুক্ত শাস্তির।
তবে, প্রথম
আলো অলরেডি এটাকে মৌলবাদী রুপ(১) দেয়ার প্রয়াস নিয়েছে, ডিএমপি স্পোকস্-পার্সন অলরেডি
বলে দিয়েছেন ফুটেজে তারা কোন এ্যাসাল্টের ঘটনা(২) পান নাই।
এটা হয়তো
আরেকটা থার্টি ফাস্টের ঘটনা হতে যাচ্ছে। মনে পড়ে ২০০০ সালে বাঁধনকে লাঞ্চিত করার
ঘটনা? এতদিনেও তার কোন বিচার হয়নি, সাজা পাইনি কেউই। অথচ, নেট সার্চ দিলে সেই
ঘটনার ছবি এখনো পাওয়া যায়! ছবি আছে, ছবির মানুষটি আছে। কিন্তু, তাকে সাজা দেয়ার
সুযোগ নেই!!
অপরাধ অনেকটা
রিকারিং ইভেন্টের মত। উপযুক্ত শাস্তির ব্যাবস্থা না করলে তা বারংবার ঘটতে থাকে,
আগের চে' আরও ভয়ংকর রুপে।
তবে, দায়ভার
শুধু আইনপ্রয়োগকারী সংস্থার না, আছে আমাদেরও। আমরা কি পেরেছি সেরকম একটা ব্যাবস্থা
গড়ে তুলতে যেখানে আমাদের নারীরা নিরাপদ? যেখানে, অসভ্যতা করার আগে বুক কেঁপে ওঠে
শয়তানদের?
আমদের শিক্ষা
কি কেবলই কর্মমূখী না? নৈতিক শিক্ষা, নারীর প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা'র কোন
স্থান আছে আমাদের সিলেবাসে?
যে অনুষ্ঠানে
নারীর অর্ধউলংগ মূর্তি শোভাযাত্রার প্রতিক বানানো হয়, সেই অনুষ্ঠানের আয়োজক থেকে
শুরু করে অংশগ্রহণকারী কেউ কি নারীকে সম্মান দেখাতে পারবে?
সমস্যার গভীরে
তলিয়ে দেখা দরকার। রিকারিং ইভেন্টস বন্ধ করতে হলে সমস্যার প্রকৃতি বুঝতে হবে,
সমস্যার মুল খুঁজতে হবে। যারা নারীকে দিগম্বর করতে চায়, তারা যেমন নারীকে সম্মান
দেখাতে পারেনা, তেমনি যারা কেবলই কর্মমুখী সিলেবাসের ভীড়ে নৈতিকতার উদাহরণগুলোর
দ্বারা আলড়িত হতে পারেনি, তারাও নারীকে সম্মান দেখাতে পারেনা।
তবে, যা আগে
হয়নি তা এখন শুরু করা যাবেনা এমন তো নয়। টিএসসির ঘটনার শাস্তির মধ্য দিয়েই আমাদের
ভাবনার, কর্মের নতুন দিগন্ত শুরু হোক।
আমাদের
ছেলেদের দৃষ্টি হোক সংযত, আমাদের নারীরা হোক শালীন।
"অশ্লীল
পোষাক পরলেই তাকে ধর্ষণ করতে হবে" এইটা যেমন গ্রহনযোগ্য নয়, তেমনি অশ্লীলতাও
গ্রহণযোগ্য নয়। এটা বোঝার ক্ষমতা আপনার থাকার কথা। তুমি অধম হইলেও আমি উত্তম হইবো
না কেন? দুইটা পয়েন্ট ভিন্ন। ১. ধর্ষিতা শ্লীল অশ্লীল যাই হোক, ধর্ষণ অপরাধ। এটা
প্রতিরোধের জন্য আইন এবং নৈতিক শিক্ষা দুইই দরকার। ২. অশ্লীলতা অশ্লীলতাই। এটা
প্রতিরোধের জন্যও আইন এবং নৈতিক শিক্ষা দুইই দরকার।
জিন্স বা
হিজাব বিষয় নয়, বিষয় হলো "হাউ মাচ প্রোভকেটিন"।
আমরা যারা
অশ্লীলতাকে অশ্লীল বলি, তা পরিহারের কথা বলি, তাদেরকে
আপনার মত অনেকেই মনে করেন 'আমরা
ছেলেদের অপরাধকে অপরাধ বলিনা'। এই ধারণা থেকে আপনাদের বের হওয়া দরকার। রাস্তায়
দাঁড়িয়ে পী করাটাও (ছেলেদের) অশ্লীল। আমাদের দূর্ভাগ্য, আমাদের সমাজ বা বিশ্বসমাজ
আমদেরকে সেই শিক্ষা দিতে পারে নাই।
কোন মেয়ে
অশ্লীল পোষাক পরলেই সে "ধর্ষনযোগ্য" (!) হয়না। তেমনি
"ধর্ষনযোগ্য" হয়না বলে, অশ্লীলতাও গ্রহনযোগ্য হয়না।
দুইই মহামারী,
সমাজের ক্যান্সার।
যাইহোক, আমার
ব্যাক্তিগত ক্ষোভ রাষ্ট্রের প্রতি। এমন প্রকাশ্য দিবালোকে, সিসি ক্যামেরার
সার্ভেইল্যান্সের মধ্যে ঘটনা ঘটলেও, বদমাইশগুলারে এখনো কেন ফায়ারিং স্কোয়াড দিয়ে
গুলি করা হয়নাই?
রাষ্ট্র কেন নীরব দর্শকের ভুমিকায়!
________________________
আল্লাহ আমাদের এই পাপ থেকে রক্ষা করুন।
*এইটা পড়ার পর আপনার জন্য দুইটা রেকমেন্ডেশনঃ
১। পোষ্টটি ভালো করে পড়ুন।
২। ইফ ইউ ডিজএগ্রী, ফলো নাম্বার ওয়ান।
তথ্যসূত্রঃ
১। প্রত্যেকের মুখে একই ধরনের চাপদাড়ি রয়েছে
২। নববর্ষে বিবস্ত্রের কোনোঘটনা ঘটেনি!
৩। এখান থেকে ও ৪। এখান থেকে
২। নববর্ষে বিবস্ত্রের কোনোঘটনা ঘটেনি!
৩। এখান থেকে ও ৪। এখান থেকে
(নববর্ষ ১৪২২ / এপ্রিল ১৪, ২০১৫)