আমরা আদৌ আর মানুষ আছি
কিনা তা বলার দরকার নেই; বলা দরকার আমরা পশুত্বের লেভেলকেও ছাড়িয়ে গিয়েছি কিনা?
শিশুটিকে দেখুন তো? সে কত
বড় অপরাধ করতে পারে, যে অপরাধের কারণে আপনি তাকে পানি না খেতে দিয়ে পিটিয়ে মেরে
ফেলতে পারেন???
কয়েক মিনিটের জন্য
সামিউলকে হাতের বাঁধন খুলে হাঁটতে দেওয়া হয়। এ সময় নির্যাতনকারীরা ‘হাড়গোড় তো দেখি সব
ঠিক আছে, আরো
মারো...’ বলে
সামিউলের বাঁ হাত খুঁটির সঙ্গে বেঁধে রেখে আরেক দফা পেটায়।*
___
অপরাধীর দ্রুত ও প্রকৃত
শাস্তি, অপরাধকে রাজনৈতিক ও সামাজিকভাবে আশ্রয়দান থেকে বিরত থাকা, সামাজিক সচেতনতা
বৃদ্ধি, পার্থিব শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার সংযোগ ও বিস্তার ছাড়া
সমাজে এইরকম পশুত্বকে ছাড়িয়ে যাওয়ার উদাহরণ বাড়তেই থাকবে।
আল্লাহ্ আমাদেরকে মানুষ
হওয়ার তৌফিক দান করুন।
* http://goo.gl/p5qIx8