|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।

রবিবার, ১২ জুলাই, ২০১৫

আমরা আদৌ আর মানুষ আছি কিনা(!)

আমরা আদৌ আর মানুষ আছি কিনা তা বলার দরকার নেই; বলা দরকার আমরা পশুত্বের লেভেলকেও ছাড়িয়ে গিয়েছি কিনা?

শিশুটিকে দেখুন তো? সে কত বড় অপরাধ করতে পারে, যে অপরাধের কারণে আপনি তাকে পানি না খেতে দিয়ে পিটিয়ে মেরে ফেলতে পারেন???


সামিউলকে নির্যাতনের সময় ধারণকৃত একটি ভিডিওচিত্র থেকে পাওয়া গেছে এমন দৃশ্য। ভিডিওচিত্রে দেখা যায়, টানা ২৮ মিনিট একটি খুঁটির সঙ্গে সামিউলকে বেঁধে রেখে নির্যাতন করা হয়। বাঁধা অবস্থায় খুঁচিয়ে খুঁচিয়ে তার ওপর নির্যাতন চালানো হয়। ভিডিওচিত্রে তিন-চারজনের কণ্ঠস্বর স্পষ্ট শোনা যায়। সামিউলকে নির্যাতনের একপর্যায়ে এই ক (বল) তুই চোর, তোর নাম ক (বল)... লগে কারা আছিল...এমনটা বলতে শোনা যায় এক নির্যাতনকারীকে। নির্যাতনের একপর্যায়ে নিস্তেজ হয়ে মাটিতে পড়ে পানি পানের জন্য আকুতি জানায় সামিউল। কিন্তু পানি দেওয়া হয়নি তাকে। পানি নাই ঘাম খাবলে উল্লাস করে নির্যাতনকারীরা।*

কয়েক মিনিটের জন্য সামিউলকে হাতের বাঁধন খুলে হাঁটতে দেওয়া হয়। এ সময় নির্যাতনকারীরা হাড়গোড় তো দেখি সব ঠিক আছে, আরো মারো...বলে সামিউলের বাঁ হাত খুঁটির সঙ্গে বেঁধে রেখে আরেক দফা পেটায়।*
  
___
অপরাধীর দ্রুত ও প্রকৃত শাস্তি, অপরাধকে রাজনৈতিক ও সামাজিকভাবে আশ্রয়দান থেকে বিরত থাকা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, পার্থিব শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার সংযোগ ও বিস্তার ছাড়া সমাজে এইরকম পশুত্বকে ছাড়িয়ে যাওয়ার উদাহরণ বাড়তেই থাকবে।

আল্লাহ্‌ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন।



* http://goo.gl/p5qIx8