|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।

সোমবার, ৩ আগস্ট, ২০১৫

মাই ফ্রেন্ডস্‌... মাই ফ্রেন্ডশীপ... মাই ফ্রেন্ডশীপ ডে ...


... যখন প্রেম করতাম, ক্যাম্পাসে বসে দূজনে সারাদিন শুধু গল্প আর গল্প। কী গল্প যে করতাম জানিনা। কিন্তু সকাল গড়িয়ে দূপুর পেরিয়ে কখন যে বিকাল হয়ে যেতো, টেরই পেতাম না! 

এভাবে চললো দীর্ঘ সাত বছর। এখনো আমরা গল্প করি। সন্ধ্যায় আপিস থেকে ফিরে সেই যে গল্প শুরু; কখন যে রাত ২/৩টা বেজে যায়!! শেষে সকাল বেলা আপিসে দেরী! শী ওয়াজ, ইজ এ্যান্ড উয়ীল অলওয়েজ বী মাই বেস্ট ফ্রেন্ড।

... শুরুটা ইউনিতে ভর্তির দিন থেকে। 
    : “ki koro”
    : “walking..”
    : “where to where” 
    : “nowhere to nowher” 
এ্যাক্‌টেল –এর ফ্রী মেসেজের সেই দিনগুলো পেরিয়ে শুরু হলো ইউনি’র ক্লাস। ক্লাসের ফাঁকে ফাঁকে গল্প, আড্ডা, গান ... কিভাবে যে প্রাণে মিসে গেছিস! ইউ আর নো মোর মাই ফ্রেন্ড। ইউ আর মাই ব্রো, মাই গার্ডিয়ান। আই ডু লাভ দী, Shoab। 

... বাপ, মনে পড়ে ক্যাম্পাসের ডাবল বেঞ্চ বসে গলা ফাটিয়ে আমাদের গান!! “ভালোবাসি বলেরে বন্ধু......”!! তোকে ভালোবাসি বাপ। ইউ আর মাই ট্রু ফ্রেন্ড।

... ইউ হ্যাভ অলওয়েজ বীন মোর দ্যান আ ফ্রেন্ড টু মি, আ ট্রু মেন্টর। একদিন বলেছিলি, "নেভার বি পার্টেড, অলয়েজ এ্যাডহীয়ার ট্যু জ্যোতি।" সারাজীবনে, এটাই আমার পাওয়া সবচে' বেষ্ট উপদেশ। আসিফ, বী আ মেন্টর লাইক দিস, অল লাইফ লং।

... দুষ্টু লোকেরা বলে আমি নাকি পেটপুঁজা করি। সেদিন ঝর ঝর বর্ষার দিনে তোর রান্না খিচুড়ি'র সাথে ইলিশ ভাঁজি খাওয়ার জন্যে বর্ষা মাথায় পাকা কুড়ি কিলো পথ পাড়ি দিয়েছিলাম। আহ! এমন বন্ধু থাকলে আমার মত মোটুর আর শত্রুর দরকার হয়না। নেক্সট কবে খাওয়াচ্ছিস, Bithi?

... বন্ধুত্বে নাকি বাধা থাকতে নেই। তোর-আমার মাঝে ছিলো। 'তুই' তে নামতেই তো লেগে গেলো এত্তগুলো বছর! Heidi, তোর মত ধীরুর জন্যে সবসময়ই সময় দিতে হয়। কিন্তু প্রয়োজনে তোকে পাশে পেতে সময় দিতে হয়নি একটুও, মাই বেস্ট ফ্রেন্ড। মাই প্রাইড ইজঃ আই হ্যাভ বীন এ্যাটাচড্‌ ট্যু দ্য বেস্ট পার্ট অভ ইউর লাইফ।

.... Madhu ভাই, একটা ব্যাপারই শুধু বলারঃ ইউ আর মাই ভাই-ফ্রেন্ড, মাই বেষ্ট ফ্রেন্ড।

... আমার সবচে’ কম যোগাযোগ হয় তোর সাথে। অথচ আমরা একই শহরে থাকি। কিন্তু আমি জানি, ইউ আর মাই ওয়েল-উয়ীশার, মাই রিয়েল ফ্রেন্ড। Zakaria, এমন বন্ধু হয়েই থাকিস রে...।

আমার বন্ধু লিস্টটা অনে.........ক বড়। নসু, মুক্তি, মেহেদি, মাসুম, ...... কত নামই হয়তো বলা হয়না। Rubel -এর আগুন গেলাটা সহ্য হয়না সেই প্রথম দিন থেকেই, বন্ধু ভাবি বলেই। Raju, রাজশাহী ট্যু খুলনা পুরো পথ তোর কোলে মাথা রেখে ঘুমিয়ে আসা সেই ট্রেন-জার্ণি আমি বোধহয় কোনদিনই ভুলতে পারবোনা। বন্ধুরা এমনই হয়। লাভ ইউ ডীয়ারস্‌।

তোদেরকে অনেক অনেক শুভেচ্ছা, শুধু আজকের জন্যই নয়; অল লাইফ লং...

____