|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।

সোমবার, ২৩ মে, ২০১৬

আপনি বলছেন 'পোয়েম-পর্ণ', আবার বলছেন 'নট রিয়েল পর্ণ'। দ্বিচারিতা হয়ে গেলোনা???

১। ধরুণ আপনার পরিচিত একজন মিথ্যাবাদী আছেন। তিনি এত বেশি মিথ্যাচার করেন যে তার মিথ্যাচারের ফলে মারামারি, হানাহানি সহ কারো মৃত্যু পর্যন্ত হয়েছে। এখন আপনি সেই মিথ্যাবাদী মানুষটির নামে কিছু ভালো কথা, নীতিকথা'র পোষ্টারে এলাকা ছাপিয়ে দিলেন। তাতে কি মিথ্যাবাদী 'সত্যবাদী'তে রুপান্তরিত হলো? না, তা তো হলোই না; আপনি বরং মিথ্যাবাদীর 'সহায়ক'রুপে আবির্ভূত হলেন।

২। পর্ণ বা পর্ণোগ্রাফী নিঃসন্দেহে পরিত্যাজ্য। তাতে সমাজে অনাচার, অশ্লীলতা যেমন বাড়ে; নারীর প্রতি সহিংসতাও ততোধিক হারে বাড়ে। পর্ণোগ্রাফীর অবাধ প্রচারই যে 'সেক্সুয়াল হ্যারাসমেন্ট' ও 'চাইল্ড এ্যাবইউজ' এর একটা অন্যতম কারণ তা অস্বীকার করার সুযোগ নেই। 

৩। "A man is born through a woman and is raised by a woman and he falls in love with woman and he marries a woman and I'm surprised about a man who doesn't respect a woman." কথাগুলো বেশ ভালো এবং ভালো লাগার। কিন্তু এই ভালো কথাগুলো আপনি শেয়ার করছেন কী নামে? 'Word Porn', 'Poem Porn' ইত্যাদি নামে। 

৪। প্রকারান্তরে আপনি পর্ণোগ্রাফীকেই উস্কে দিচ্ছেন। শুধু তাইই নয়, এর মাধ্যমে আপনি নারীর প্রতি সহিংসতা, চাইল্ড-এ্যাবইউজকেও উস্কে দিচ্ছেন। হয়তো আপনি আপনার অজান্তেই এটা করছেন।  Word Porn', 'Poem Porn' ইত্যাদি পেজ থেকে একটা ভালোলাগা কথা দেখে আপনি প্রচার করছেন। কিন্তু এই পেজগুলোর ক্রিয়েটর আপনার সরলতাকেই পুঁজি করছে। ভালো কথার মাধ্যমে porn শব্দটার প্রতি আপনার মনের মধ্যে একটা স্থিতিশীলতা তৈরিই এদের উদ্দেশ্য। 

৫। এটা ধীরে ধীরে যেগুলো আপনার-আমার কাছে ঘৃণ্য সেগুলোকে 'রেগুলার' বা সহনশীল করে ফেলার একটা মনস্তাত্ত্বিক কৌশল মাত্র। এগুলোর মধ্যে ফিলোসোফিক কিছু নেই। আপনি হয়তো ভাবছেন, 'word porn' তো স্বাভাবিক অর্থে porn যা বোঝায় তা বোঝাচ্ছে না; আপনি ভাবছেন শাব্দিক কোন ব্যাখ্যা এখানে আছে হয়তো। এটাই আপনার সরলতা, যা ওরা পুঁজি করছে। 

৬। Poem-porn এর হোম পেজে লেখা আছে "Not real porn, just a collection of beautiful poetry from all around the world"। প্রশ্ন হলো, সুন্দর কবিতা সমগ্রের জন্য তো সুন্দর একটা নাম থাকতে পারতো, পর্ণ কেন? আপনি বলছেন 'পোয়েম-পর্ণ', আবার বলছেন 'নট রিয়েল পর্ণ'। দ্বিচারিতা হয়ে গেলোনা???