এ নিয়ে ফেবুতে আমি একটা ষ্ট্যাটাসও দিয়েছিলাম।
যাইহোক, কিছু আইনি বাধা সত্ত্বেও কেলোর কীর্তি বাংলাদেশের হলগুলোতে চলেছিলো। (https://goo.gl/3q5kny)
* কয়েকটি নিউজ চ্যানেল আর দু-একটি স্পোর্টস্ চ্যানেল বাদ দিলে আমাদের ডিশ এন্টেনা মানেই সব ইন্ডিয়ান চ্যানেল। অথচ, ইন্ডিয়াতে বাংলাদেশি কোন চ্যানেল প্রচারিত হয়না। বস্তাপঁচা গাজাখুরি গল্প আর অশ্লীলতা ছাড়া ইন্ডিয়ান চ্যানেলগুলো কী দেখাচ্ছে তা আমার জানা নেই।
* বিদেশী সিরিয়াল ডাবিং করে বাংলাদেশের চ্যানেলগুলোতে প্রচার বহু পুরনো কালচার। ছোটবেলা থেকেই ম্যাকগাইভার, সিন্দবাদ, হারকিউলিস এগুলো বিটিভিতেই প্রচারিত হতে দেখে আসছি। বর্তমানে দীপ্ত টিভিতে প্রচারিত সুলতান সুলেমান (বাংলায় ডাব্ড্) এদেশে তুমুল জনপ্রিয়।
* আজ খবর দেখলাম (https://goo.gl/0o6zrj) সুলতান সুলেমান বন্ধের জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম। দেশের সংস্কৃতিবিরোধী এই সিরিয়াল বন্ধের দাবি উঠেছে দেশের বিশিষ্টজন, ইতিহাসবিদ, সংস্কৃতিকর্মী ও সচেতন দর্শকদের মহল থেকে (https://goo.gl/rmfTIv) ।
_____
আমার একটা শংকাযুক্ত প্রশ্ন: কেলোর কীর্তি'র মত সিনেমা আর ইন্ডিয়ান চ্যানেলগুলো বাংলাদেশের কোন সংস্কৃতিকে প্রচার করছে ???
আমার একটা শংকাযুক্ত প্রশ্ন: কেলোর কীর্তি'র মত সিনেমা আর ইন্ডিয়ান চ্যানেলগুলো বাংলাদেশের কোন সংস্কৃতিকে প্রচার করছে ???