|| বাংলার নবাবের ওয়েবসাইটে স্বাগতম ||
আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া | ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া।

বুধবার, ১৫ ডিসেম্বর, ২০১০

সময়ের সাহসী সন্তানেরা আছে, থাকবে।

দুটো ঘটনার সাথে একটা সামঞ্জস্য বিদ্যমান। দুটো ঘটনায়ই সংবাদ জগতের আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। দুটো ঘটনায়ই সত্য প্রকাশের দায়ে নির্যাতিত হওয়ার ঘটনা। দুটো ঘটনায়ই সময়ের দুই সাহসী সন্তানের জন্য মানুষের পাশে দাড়ানোর ঘটনা। তবে, একটা ঘটনার প্রেক্ষাপট আমাদের জাতীয় পর্যায়ে, আরেকটা আন্তর্জাতিক পর্যায়ের।

একটু লেখাপড়া জানেন বা পত্রিকা পড়েন অথচ মাহমুদুর রহমানের নাম শোনেননি এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবেনা। ২০১০ সালের প্রথম দিকের ঘটনা। ক্ষমতাসীন সরকারের সীমাহীন দুর্নীতি আর অত্যাচার অবিচারের বিরুদ্ধে কলম চালাতে লাগলেন সময়ের সাহসী সন্তান, তথ্য মুক্তিযুদ্ধের বীর সেনানী মাহমুদুর রহমান। বস্তুনিষ্ঠ এবং তথ্যভিত্তিক সংবাদ আর রিপোর্টিং-এর মাধ্যমে একের পর এক সরকারের স্বেচ্ছাচারিতা আর অন্যায় জুলুমের ঘটনা প্রকাশ করতে লাগলেন জনমানুষের সামনে। দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে এই কলম-যোদ্ধা লিখে চললেন দেশের জন্য, গনমানুষের জন্য। সত্যকে সত্যের আলোকে বিন্যাস করে উপস্থাপন করতে থাকলেন গনমানুষে স্বার্থে। স্বভাবতই তা শাসক শ্রেনীর গাত্রদাহর কারণ হয়ে দাড়ালো। ফুঁসে উঠতে থাকলো ক্ষমতাসীন অত্যাচারী শাসক। খোড়া অজুহাতে বন্দি করা হলো এই বীর কলম-সেনানীকে। তথ্যে বিরোধীতা থাকতে পারে, কিন্তু তথ্য দিয়েই তথ্যের জবাব দিতে হয়। অথচ, তথ্য দিয়ে তথ্যের জবাব না দিয়ে যখন অন্যায়ভাবে কলম বন্ধ রাখার চেষ্টা করা হয়, তখন খুব সহজেই এটা অনুমেয় হয়, যোদ্ধার কলমের কালি সত্যের আরেকটা রুপ মাত্র।

দ্বিতীয় ঘটনার নায়ক তথ্য মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ট সেনা, আলোড়ন সৃষ্টিকারী আদর্শ সাংবাদিক, যুগান্তকারী মহাবিপ্লবী জুলিয়ান এসাঞ্জ। অস্ট্রেলীয় বংশদ্ভুত এই তথ্য-মহানায়ক শুধু সময়ের সাহসী সন্তানই নয়, এক যুগস্রষ্টা মহা বিপ্লবী। সারা পৃথিবীতে যখন মার্কিন পুঁজিবাদের কালো থাবা পৃথিবীবাসীকে অস্থির করে তুলছে, তখন এই মার্কিন সরকারের গোপন দলিল প্রকাশ করে চোখে আঙ্গুল দিয়ে এসাঞ্জ দেখিয়ে দিয়েছে বিশ্ব নেতাদের আসল চেহারা। আর এতেই তেঁতে উঠেছে বিশ্ব-মোড়লেরা। যে দেশের ললনারা দেহ-পসারিনীর মত নিজেদের লেলিয়ে দেওয়ার জন্য পুরুষের কামার্ত আহবানের প্রতীক্ষায় প্রহর গোনে, সেই দেশেই কিনা যৌন অত্যাচারের দায়ে আটক কর হলো এই তথ্য মুক্তিযোদ্ধাকে!!! প্রহসনের বিচারে এটা যে ‘গালিভারস্ ট্রাভেলস্’কেও হার মানালো!!!!!