ব্রেকিং
নিউজঃ অনলাইনীয় শুভেচ্ছা
প্রদানের মাধ্যমে পালিত হচ্ছে
পবিত্র ঈদুল ফিতর।
যথাযোগ্য
মর্যাদা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের
সাথে সারা দেশে পালিত হচ্ছে
মুসলমানদের সর্ববৃহত অনুষ্টান-
ঈদুল ফিতর। এই উপলক্ষ্যে
আনন্দে মেতেছে এদেশীয় সকল
ব্লগার ও ফেইসবুকাররাও। এক
মাস সিয়াম সাধনার পর পবিত্র
ঈদুল ফিতর তাদের জন্য যে আনন্দের
বার্তা নিয়ে এসেছে তার শতভাগ
গ্রহন করতে প্রস্তুত এই
নেটিজেনরা। একারনেই সকাল
থেকে বিপুল উৎসাহ-উদ্দীপনার
সাথে বাংলাদেশের সকল ফেইসবুকার
ও ব্লগার নিয়মিত ঢুঁ মারছেন
তাদের ওয়াল ও ব্লগ পেজে। তারা
প্রায় প্রত্যেকে নিয়মিত
বিরতিতে তাদের ওয়াল চেক করছেন
আর দেখছেন কে কে “ঈদ মুবারাক”সহ
অন্যান্য সকল ঈদীয় শুভেচ্ছা
জানাচ্ছেন ওয়াল পোস্ট ও
ব্লগপোস্ট-এর
মাধ্যমে। আমাদের নেটিজেন
সংবাদ্দাতা মিঃ ফেইসবই
জানাচ্ছেন, আজ
প্রায় ৯৯.৯৯
শতাংশ ফেইসবুকার একবার হলেও
তাদের ওয়ালে "ঈদ
মুবারাক"
কথাটি লিখেছেন।
তবে প্রতিবারের
মত এবারেও শুভেচ্ছা জানানোর
ঢং-এ ব্যাপক
বৈচিত্রের প্রভাব লক্ষ্য করা
গেছে। সময়ের সাথে তাল মিলিয়ে
এই পরিবর্তন এসেছে বলে ধারণা
ব্লগ ও ফেইসবুক বিশেষ+অজ্ঞ
মিঃ আপডেটের। বিগত বছরগুলোর
সাথে তুলনা দেখিয়ে তিনি আমাদের
জানান, “প্রাচীন
কালে নেটিজেনরা শুধুমাত্র
ওয়ালপোস্ট বা ব্লগপোস্টের
মাধ্যমে ঈদীয় শুভেচ্ছা জানিয়ে
ক্ষ্যান্ত থাকলেও এবছর তারা
এগুলোর পাশাপাশি বেঁছে নিয়েছেন
ইমেজ আপলোডিং ও ট্যাগিংকে।
কমিউনিটি ব্লগিং এর ক্ষেত্রে
পোস্ট দেওয়ার পাশাপাশি
ব্যাক্তিগত বার্তা পাঠাতেও
ব্যাস্ত ছিলেন ব্লগাররা।”
এক্ষেত্রে অবশ্য সোনার বাংলাদেশ
ব্লগের ব্লগাররা প্রায় শতভাগ
এগিয়ে ছিলেন বলেও ধারণা মিঃ
আপডেটের।
এদিকে
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ
ময়দান ঘুরে আমাদের সংবাদ্দাতা
মিঃ প্লাস জানাচ্ছেন যে,
প্রযুক্তির সহায়তায়
নেটিজেনদের শুভেচ্ছা জানানো
হয়ে উঠেছে লাইভ ও প্রাণবন্ত।
ঈদগাহে প্রবেশের ঠিক পূর্বমুহুর্তে
ও ঈদের নামাজ শেষ হওয়ার পর
মুহুর্তেও অনেককেই মুঠোফোনে
ঈদীয় শুভেচ্ছা সহ স্টাটাস
আপডেট দিতে দেখা গেছে। ফেইসবুকার
ও ব্লগারদের এই অক্লান্ত ঈদীয়
শুভেচ্ছা প্রদান বিফলে যায়নি
বলেও জানান মিঃ প্লাস। প্রায়
সকলের স্টাটাস ও ব্লগ পোষ্টে
অগণিত মন্তব্য ও লাইক বা প্লাসের
ছড়াছড়িই তার প্রমান বলে জানান
তিনি।
অনলাইনীয়শুভেচ্ছা প্রদানের আবহাওয়াহলো নেটওয়ার্ক। দেশের বিভিন্নঅঞ্চল থেকে বিভিন্ন রকম তথ্য
পাওয়া গেলেও এভারেজে আবহাওয়ার
অবস্থা ভালো ছিলো বলেই খবর
পাঠিয়েছেন আমাদের সংবাদ্দাতারা।
রিমোট অঞ্চলে মোবাইল নেটই
একমাত্র ভরসা বলে দু-একটা
বিচ্ছিন্ন ঘটনার খবরও পাঠিয়েছেন
তারা। সুদূর পাড়াগাঁ হতে
আমাদের নিজস্ব সংবাদ্দাতা
জানান, দু-একজায়গায়
ঘন সবুজ গাছপালার কারণে আবহাওয়া
একটু খারাপ থাকলেও বার বার
রিফ্রেশ করার মাধ্যমে নেটিজেনরা
তাদের কাংখিত ফেইসবুক ও
ব্লগসাইটে প্রবেশ করতে সক্ষম
হন। সেখানকার অনিয়মিত ব্লগার
ও ফেইসবুকার 'বাংলার
নবাব' জানান,
গাছের সবুজ পাতা নেটওয়ার্ক
খেয়ে ফেলার কারনে আবহাওয়াজনিত
এ দূর্ঘটনা ঘটে থাকতে পারে।
ব্লগার ও
ফেইসবুকারদের এই উপচে পড়া
ভিড়েও কোথাও নেটওয়ার্ক জ্যাম
বা কোন বিচ্ছিন্ন কোন ঘটনা
ঘটেনি বলে জানানো হয়েছে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
এক প্রেস ব্রিফিং-এ।
স্বরাষ্ট্র উপপ্রতিমন্ত্রী
ব্যারিষ্টার সাহাড়া খাতুন
বলেছেন, “সারাদেশে
বিশেষ এলার্ট জারি করা হয়েছে।
কোথাও কোন ব্যাক্তিকে নেটওয়ার্ক
জ্যাম বাঁধানোর চেষ্টা করতে
দেখা গেলে সাথে সাথেই গুলি
করার বিধান রাখা হয়েছে।” এই
মুহুর্ত পর্যন্ত সর্বত্র
নেটওয়ার্কের স্বাভাবিক
পরিস্থিতি বিরাজ করছে বলে
দাবী তার। “তবে দিনের কখনো
জ্যাম সৃষ্টি হলে তিনি দায়ী
থাকবেননা” এই কথা জানাতেও
ভোলেননি তিনি। বিরোধী হ্যাকারদের
উপর বিশেষ নজরের কথা এই সময়ে
বলেন সাহাড়া খাতুন।
______________________________
আমাদের
অদ্যকার বুলেটিন এ পর্যন্তই।
পরবর্তী বুলেটিনের জন্য নজর
রাখুন আপনার ফেইসবুক ওয়ালে
ও ব্লগসাইটে।