আল্লাহর
রহমতে আর বর্তমান ক্ষমতাসীন গনতান্ত্রিক সরকারের ঐকান্তিক ইচ্ছায় দোর্দন্ড প্রতাপে, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে এগিয়ে চলেছে সিটি নির্বাচনে ভোট-গ্রহণ প্রকৃয়া।
মাত্র কয়েক ঘন্টা পরেই আমরা ফলাফল পেয়ে যাবো যে, সায়ীদ
খোকন, আনিসুক হক আর আ জ ম নাছির উদ্দিনই তিন সিটির মেয়র
নির্বাচিত হয়েছেন।
বৈশ্বিক
গনতান্ত্রয়নের এই প্রকৃয়ায় বাংলাদেশ সামনে থেকে নেতৃত্ব দেবে বলে আমাদের দৃঢ়
বিশ্বাস।
দেশে
গত ৫ই জানুয়ারীর চেয়ে সুষ্ঠ ও নিরপেক্ষ সিটি নির্বাচন হচ্ছে। গনতন্ত্রের মাইলফলকে
আমরা আরও একধাপ এগিয়ে গেলাম।
বাংলাদেশের
এই উত্তরোত্তর গনতান্ত্রিক উন্নয়নে পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।।
এই যে ক্যাপশনগুলো দেখছেন। এগুলো সব সিটি নির্বাচন
কেন্দ্রিক। দেশের দুইটি প্রধান দৈনিক “প্রথম আলো” ও “মানবজমিন” –এর অনলাইন
ভার্সনের নির্বাচনের দিনে নেয়া স্ক্রীনশট।
এই ক্যাপশনগুলো দেখার পরও যদি আপনি মনে করেন নির্বাচন সুষ্ঠ ও অবাধ হয় নাই, আপনি আসলেই চেতনাহীন একজন মানুষ। আপনার চেতনাদন্ড এখনো বেশ খানিকটা দূর্বল। আপনাকে দিয়ে টেস্ট-ওয়ান্ডে খেলোনো গেলেও, টি২০ তে আপনি বেমানান।

